ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও যুবলীগ সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:২২, ৩ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও যুবলীগ সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ জানুয়ারি ॥ আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের মধ্যে পৃথক সংঘর্ষে ৪ পুুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, পুলিশের এস আই আলীম, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল মেহেদী ও নয়ন। বুধবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে যুবলীগ কর্মীদের হামলায় এ চার পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, থানা কমিটির সদস্য রুপম হাওলাদার, পৌর যুগ্ম আহ্বায়ক মোঃ মিজান, হ্যামেল ক্বারী, সাইফ উদ্দিন আজগর, আফলু ও মিজান মুহুরীসহ ১২জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল নয়টার দিকে লাহারকান্দি এলাকায় আওয়ামী লীগ নেতা ফজলু ও যুবলীগ নেতা দেলোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় ফজলু ও দেলোয়ার গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে দেলোয়ারের অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন চিকিৎকরা। পরে যুবলীগ কর্মীরা হাসপাতালে গিয়ে ফজলু গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণ করতে গেলে যুবলীগ কর্মীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে ওই ৪ পুলিশ সদস্য আহত হন। হামলায় হাসপাতালের বেশ কিছু দরজা জানালা ভাংচুর হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবলীগ কার্যালয়সহ বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করে এবং পৌর মেয়র আবু তাহের ও জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপুর বাসভবন অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি শান্ত হয়।
×