ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বাসচাপায় গার্মেন্টস কর্মী নিহত

প্রকাশিত: ০৪:২১, ৩ জানুয়ারি ২০১৯

শ্রীপুরে বাসচাপায় গার্মেন্টস কর্মী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টসের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ রাসেল (২৪)। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাসেল শ্রীপুর পৌর এলাকার প্যারামাউন্ট গার্মেন্টস কারখানার কারিগরি বিভাগের শ্রমিক। মাওনা হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বুধবার দুপুরে শ্রীপুুরের বেড়াইদেরচালা এলাকার আসপাড়া মোড়ে ময়মনসিংহগামী একটি বাস রাসেলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দিনাজপুরে চালকসহ দুই স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একটি ইজিবাইকের তিন যাত্রী। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইসমাইল হোসেন (৪০)। তিনি একই উপজেলার নারায়ণপুর গ্রামের মংলু মোহাম্মদের ছেলে। নিহত অপরজন হলেন ইজিবাইক চালক মিন্টু (১৮)। জানা যায়, বুধবার বিকেলে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলই ইসমাইল মারা যান। এ সময় মাইক্রোবাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ওই ইজিবাইক চালক মিন্টুসহ (১৮) চার যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মিন্টু মারা যায়। সিলেটে চালক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কানাইঘাটে ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার মোশাহিদ সেতুর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। চালক নিহত হালিম মিয়ার (২০) বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার তাজপুর গ্রামে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। বুধবার মাটি কাটার জন্য ট্রাক্টর নিয়ে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ছিটকে পাশের জমিনে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। পঞ্চগড়ে গৃহবধূ স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, মোটরসাইকেল থেকে পড়ে লাইলী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শাহিনুর বাড়ি থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। পথে ভাউলাগঞ্জ-পঞ্চগড় সড়কের আমতলা তার মোটরসাইকেলটির একটি চাকা পাংচার হলে সড়কের উপর ছিটকে পড়েন সবাই। এ সময় লাইলী বেগম মাথায় প্রচ- আঘাত পান। বাকিরা সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে লাইলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় মারা যান লাইলী।
×