ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৩০, বিশ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:০৩, ৩ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৩০, বিশ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ জানুয়ারি ॥ সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ৭ জনকে আটক করা হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ফুকরা বাজারে আওয়ামী লীগ নেতা হায়দার সিকদারের সমর্থক লাল মিয়ার সঙ্গে কাউছার মাতুব্বরের সমর্থক রুহুল মোল্যার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় লাল মিয়া আহত হয়। এই ঘটনা নিয়ে রাতেই উভয় দলের সর্মথকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের ২৭ রাউন্ড রবার বুলেট ও ৬টি টিয়ারসেশল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই সূত্র ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা ২ ঘণ্টা চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ২০টি বসতবাড়ি ভাংচুর করে সংঘর্ষকারীরা।
×