ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেল্্টা লাইফ ইনসিওরেন্সের নতুন ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর

প্রকাশিত: ০৩:৫৭, ৩ জানুয়ারি ২০১৯

ডেল্্টা লাইফ ইনসিওরেন্সের নতুন ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর

সালাহ্উদ্দিন আহ্মদ ডেল্্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। পেশাগত জীবনে আহ্মদ বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইন পেশায় নিয়োজিত। এ ছাড়া তিনি প্রাক্তন এ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তিনি London School of Economics থেকে B.Sc in Economics; University of London থেকে গ.অ এবং Columbia School of Lwa থেকে LL.M সম্পন্ন করেছেন। -বিজ্ঞপ্তি বিডব্লিউআইটির নতুন কমিটি অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) নতুন নির্বাহী কমিটি ২০১৯-২১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছে। ১৩ সদস্যের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার কম্পিউটার্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার রিজওয়ানা খান। গত ৮ ডিসেম্বর রাজধানীর গুলশানে এক হোটেলে সংগঠনটির অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ড. সুরাইয়া পারভীন, নাজনীন কামাল ও কানিজ ফাতেমা। কোষাধ্যক্ষ নাজমুস সালেহিন, যুগ্ম সম্পাদক নীলা খালেদা এবং পরিচালকরা হলেন- বিডব্লিউআইটির প্রতিষ্ঠাতা সভাপতি লুনা শামসুদ্দোহা, ড. নোভা আহমেদ, তাওহীদা হায়দার, নাছিমা আক্তার, ড. ফেরনাজ নারিন নুর ও ড. সেলিনা শারমিন।
×