ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রকিবুর রহমান ফের ডিএসইর পরিচালক নির্বাচিত

প্রকাশিত: ০৩:৫১, ৩ জানুয়ারি ২০১৯

রকিবুর রহমান ফের ডিএসইর পরিচালক নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন বর্তমান পরিচালক রকিবুর রহমান। জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। কিন্তু শেষ দিন পর্যন্ত ওই পদে বর্তমান পরিচালক রকিবুর রহমান ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। জানা গেছে, ডিএসইতে একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে আগামী ২৪ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বর্তমান পরিচালক রকিবুর রহমানের স্থলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ওই পদের নির্বাচনের জন্য রকিবুর রহমান ছাড়া অন্য কেউ মনোনয়নপত্রই সংগ্রহ করেনি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাইয়ে বৈধতা পেলে রকিবুর রহমানই হবেন পরবর্তী শেয়ারহোল্ডার পরিচালক। নির্বাচন পরিচালনার জন্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-উর-রশিদ এবং এম এ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ। নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং ২ জানুয়ারির বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমার দিন ধার্য করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র সংগ্রহের পর নির্বাচন না করতে ইচ্ছুকদের সরে দাঁড়াতে ১৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বেঁধে দেয়া হয়। একই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোটারদের চূড়ান্ত তালিকা আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয়।
×