ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিমি-শিতুল খেলতে যাচ্ছেন মালয়েশিয়ান হকি লীগে

প্রকাশিত: ০৬:৪৮, ২ জানুয়ারি ২০১৯

জিমি-শিতুল খেলতে যাচ্ছেন মালয়েশিয়ান হকি লীগে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় হকি দলের দুই খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি এবং ফরহাদ আহমেদ শিতুল খেলতে যাচ্ছেন মালয়েশিয়ান হকি লীগে। আগামী ৩ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে এই লীগ। জিমি-শিতুল খেলবেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা দলের হয়ে। ওই লীগে খেলার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ হকি ফেডারেশন থেকে ছাড়পত্র পেয়েছেন এ দু’জন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি একজন মালয়েশিয়ান। মূলত তিনিই জিমি-শিতুলকে মালয়েশিয়ান হকি লীগে খেলানোর ব্যবস্থাটা করে দিয়েছেন। এছাড়া পাকিস্তানের হকি লীগেও খেলার সুযোগ ছিল শিতুল ও ডিফেন্ডার আশরাফুলের সামনে। ১১-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানে ফ্রাঞ্চাইজিভিত্তিক হকি লীগ। কিন্তু তাদের সেখানে না যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ শিতুল ও আশরাফুল দু’জনই খেলেন নৌবাহিনীতে। কিন্তু নিজের সংস্থা থেকে অনুমতি পাননি তারা। ফলে তাদের যাওয়া হচ্ছে না পাকিস্তানে। মূলত পাকিস্তানের নিরাপত্তা সমস্যার কারণেই সেখানে তাদের যেতে দিতে রাজি নয় নৌবাহিনী। মুম্বাই দাবায় জিয়া-ফাহাদের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে আইআইএফএল ওয়েলথ চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা এবং চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক জুনিয়র (অনুর্ধ-১৩) দাবা প্রতিযোগিতা। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার ফাহাদ রহমান জয়ী হয়ে শুভসূচনা করেছেন। জিয়া ভারতের পাড়কে সোহাস ও ফাহাদ ভারতের ভেটসাল সিঙ্গহানিয়াকে হারান। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্টহ্যামে নাসরি স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সামির নাসরির আশা পূর্ণ হয়েছে। সাবেক এ ফরাসী মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দিতে চেয়েছিলেন। চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডে ঠিকানা হয়েছে তার। সম্প্রতিই ১৮ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। সোমবার ওয়েস্টহ্যামের পক্ষ থেকে ৩১ বছর বয়সী নাসরির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল থেকেই খেলার জন্য উপযুক্ত হয়ে গেছেন নাসরি। লস এ্যাঞ্জেলেসের একটি ক্লিনিকে চিকিৎসা নেয়ার সময় শিরায় নিষিদ্ধ ওষুধের প্রয়োগ করা হয়েছিল। সেটি বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার নিষিদ্ধ তালিকায় থাকার কারণে নাসরিকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তাই গত জানুয়ারিতে তুরস্কের আনতালিয়াস্পোর ছাড়ার পর কোন ক্লাবের সঙ্গেই থাকা হয়নি তার। কিন্তু নিষেধাজ্ঞায় থাকার সময়ই তিনি আশা প্রকাশ করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগে ফেরার।
×