ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গমাতা আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ফুটবল আগামী মার্চে

প্রকাশিত: ০৬:৪৭, ২ জানুয়ারি ২০১৯

বঙ্গমাতা আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ফুটবল আগামী মার্চে

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুর দিনই বেশকিছু অঙ্গীকারে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমকে এসব জানান। বাফুফে গত কয়েক বছরে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করেছে। একটি শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আরেকটি বঙ্গবন্ধু গোল্ডকাপ। এবার তিনি ঘোষণা দিয়েছেন নতুন আরেকটি টুর্নামেন্টের। নাম হবে বঙ্গমাতা আন্তর্জাতিক অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ। আসরটি অনুষ্ঠিত হবে ছয় দল নিয়ে, আগামী মার্চ-এপ্রিলে। সালাউদ্দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দাবি করেছেন- ২০১৮ সাল বাফুফের জন্য ‘সেরাবর্ষ’ ছিল। বয়সভিত্তিক ফুটবলে একাধিক সাফল্য আছে। এ জন্য তিনি রেকর্ডবুক খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। এছাড়া চলতি বছর বাফুফের ক্যালেন্ডারে কি থাকছে, সেটাও জানিয়েছেন বাফুফে বস। এগুলো হচ্ছে : আগামী ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হবে। তারপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লীগ হবে। প্রতিটি লীগের স্পন্সর বাফুফে ঠিক করে ফেলেছে। সালাউদ্দিন বলেন, ‘বিগত ৪৭ বছরে আমার ফেডারেশনই একমাত্র ফেডারেশন যারা জেলা লীগ করার জন্য আর্থিকভাবে লাভবান হয়েছে। প্রতি বছরই আর্থিক সহায়তাটা বাড়াচ্ছি। এই বছরও বাড়াবো।’ মেয়েদের অনুর্ধ-১৬ এএফসি দ্বিতীয়পর্ব আছে মার্চে মিয়ানমারে। সিনিয়র সাফ আছে মেয়েদের। সাফ অনুর্ধ-১৮ও আছে। সাফের দু’টি টুর্নামেন্ট আছে। এই মাসের শেষে সব ক্লাব এবং কর্পোরেট হাউসগুলোকে বাফুফে আমন্ত্রণ জানাবে মহিলা লীগ করার জন্য। তাদের মতামতের ওপরে সিদ্ধান্ত হবে কবে লীগ হবে। জাতীয় দলের মেয়েদের বয়স ১৬-১৭’র মধ্যে। তাদের গত বছর মিয়ানমারে খেলতে পাঠালে পারফর্মেন্স বেশ খারাপ হয়েছিল। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘২০-২১ হয়ে গেলে ম্যাচিউরড হয়ে যাবে মেয়েরা। মিয়ানমারে যে তাদের পাঠিয়েছিলাম তা আসলে উচিত হয়নি। একটা ১৬ বছরের মেয়ে ২৭-২৮ বছরের মেয়েদের সঙ্গে কিভাবে পারবে। তারপরও যাক। বাড়ি খাক। বুঝুক লেভেলটা।’ ছেলেদের এএফসি অনুর্ধ-১৬ টুর্নামেন্ট আছে। আছে সাফ অনুর্ধÑ১৫ আসরও। এএফসি অনুর্ধ-২৩ আসর বাহরাইনে মার্চে। এবার ফিফার ক্যালেন্ডার অনুযায়ী যত বেশি সম্ভব ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলকে গত বছর যেমন কোরিয়া, কাতারে পাঠিয়ে ট্রেনিং করিয়ে এনেছিল বাফুফে, সে রকম এবারও ইচ্ছা আছে তাদের। তবে এটা নির্ভর করছে ক্লাবগুলোর ওপর। ক্লাবগুলো থেকে যদি প্লেয়ার রিলিজ পায়, তাহলেই এটা বাস্তবায়ন করতে পারবে বাফুফে। জাপান, কোরিয়া, কাতার বাফুফেকে জানিয়েছে যখন ইচ্ছা তখন দল পাঠাতে পারবে তারা। ২০১৯-এর শেষে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব আছে। সেগুলো খেলবে বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ বাছাইপর্ব প্রস্তুতি নিয়ে কিছুটা শঙ্কায় আছে বাফুফে। লীগ কমিটি এবং সাধারণ সম্পাদককে বাফুফে সভাপতি বলেছেন- লীগের ফিকশ্চারটা এমনভাবে করতে যাতে জাতীয় দল যেন কমপক্ষে দুই সপ্তাহ সময় পায় ট্রেনিং করতে। লীগ কমিটি দুই সপ্তাহ দিলে ক্লাবগুলো থেকে অনুরোধ করে এনে দেশের বাইরে নিয়ে ট্রেনিং করানোর পরিকল্পনা আছে বাফুফের। জাতীয় দলের সব ম্যাচ হবে বাফুফের প্রথম প্রাধান্য। সিলেটে শুরু করে কিছুদিনের মধ্যে নানা কারণে ফুটবল একাডেমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাফুফে। এবার তারা আবারও একাডেমি শুরু করতে চাচ্ছে। বাফুফের সভাপতির ভাষ্যমতে, ‘একাডেমি আমরা শুরু করব ফেব্রুয়ারিতে। এখনও ফিক্সড স্পন্সর পাইনি। তবে আমি এবং আমার বন্ধু মিলে চালিয়ে নেব। চার-পাঁচজন মিলে চালাব। অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে জানান সালাউদ্দিন।
×