ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৮ সালে বাংলাদেশের অন্যান্য খেলাধুলার চালচিত্র

আরচারিতে বাংলাদেশের সাফল্যের বছর

প্রকাশিত: ০৬:৪৫, ২ জানুয়ারি ২০১৯

আরচারিতে বাংলাদেশের সাফল্যের বছর

রুমেল খান ॥ ক্রিকেট ও ফুটবলে সাফল্যের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের অন্যান্য খেলাধুলার চালচিত্র কেমন ছিল, সেটা একবার খতিয়ে দেখা যাক। ধারাবাহিকভাবে এর আগে প্রকাশিত হয়েছে ফুটবল, ক্রিকেট, সাঁতার ও এ্যাথলেটিক্স। আজ থাকছে আরও ১৩টি খেলার আদ্যোপান্ত। আরচারি ॥ জানুয়ারিতে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ডিভিশনের পুরুষ এককে ২০১৬ সালের ৬৫২ স্কোরের নিজ রেকর্ড ভেঙ্গে ৬৫৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন আনসারের রোমান সানা। ঢাকা আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন, তীরন্দাজ সংসদ রানার্সআপ এবং বিকেএসপি তৃতীয় স্থান অধিকার করে। চ্যাম্পিয়ন দলের রোকসানা আক্তার ব্যক্তিগতভাবে ৩টি স্বর্ণপদক জয় করে আসরের সেরা আরচার হিসেবে নির্বাচিত হন। ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য জার্মানির ফ্রেডরিখ মার্টিনকে বাংলাদেশ জাতীয় আরচারি দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। মার্চে ‘বিকেএসপি সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশ ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি তাম্রপদকসহ মোট ১২টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। মে’তে ইসলামী সলিডারিটি আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড এককে স্বর্ণ জিতে তীরন্দাজ অসীম কুমার দাস ইতিহাস গড়েন। এর আগে কোন বাংলাদেশী আরচার স্বর্ণ জেতেননি। ওই মাসেই ঢাকায় অনুষ্ঠিত আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। করায়ত্ত করে ৫ সোনা। ‘জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ’-এ চ্যাম্পিয়ন হয় ঢাকা আর্মি আরচারি ক্লাব। তারা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্ট মিলে মোট ৬ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ তাম্রপদক লাভ করে। বিকেএসপির রিকার্ভ আরচার হাকিম আহমেদ রুবেল ব্যক্তিগত সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক লাভ করেন। দাবা ॥ জানুয়ারিতে প্রথম বিভাগ দাবা লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ইসফট এরিনা চেস ক্লাব। দিল্লী গ্র্যান্ডমাস্টার্স দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রানারআপ হন। ফেব্রুয়ারিতে বেগম লায়লা আলম মহিলা দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন অপরাজিত চ্যাম্পিয়ন হন। জুলাইয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত শ্যামসুন্দর জুয়েলার্স স্কুল দাবা প্রতিযোগিতার কুইন গ্রুপে বাংলাদেশের নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুলের ছাত্র মর্তুজা মাহাথির ইসলাম অপরাজিত চ্যাম্পিয়ন হয়। আগস্টে ইরানের হামাদানে অনুষ্ঠিত এশিয়ান নেশন্স কাপ দাবার ওপেন গ্রুপে বাংলাদেশ ষষ্ঠ স্থান অধিকার করে। তবে মিনহাজ ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে বোর্ড পুরস্কার রৌপ্যপদক লাভ করেন। ভলিবল ॥ জানুয়ারিতে আন্তঃবিভাগীয় মহিলা ভলিবল প্রতিযোগিতায় পাবনা জেলা দল রাজবাড়ী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে তুর্কমেনিস্তানের কাছে হেরে শিরোপা খোয়ায় বাংলাদেশ। রোলার স্কেটিং ॥ জানুয়ারিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের আর্থিক সহযোগিতায় ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতি মানের ‘ওরিয়ন ইন্টারন্যাশনাল রোলার স্পোর্টস স্টেডিয়াম’ নির্মাণের কাজ শুরু হয়। গলফ ॥ জানুয়ারিতে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত ঢাকা ওপেন গলফে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। বেসবল ॥ জানুয়ারিতে জাতীয় বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ। ফাইনালে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে হারায়। এপ্রিলে এবিএফআই প্রেসিডেন্সিয়াল কাপ আন্তর্জাতিক বেসবল চ্যাম্পিয়নশিপের স্বাগতিক ভারতকে হারিয়ে আন্তর্জাতিক বেসবলে অভিষেক হয় বাংলাদেশ জাতীয় বেসবল দলের। শেষ পর্যন্ত ওই আসরে তৃতীয় হয় বাংলাদেশ। ব্যাডমিন্টন ॥ ফেব্রুয়ারিতে পাবনায় অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শাপলা আক্তার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে শিরোপা জেতেন। ক্যারিয়ারে এ নিয়ে ৬ বার ত্রিমুকুট জেতেন তিনি। ডিসেম্বরে ঢাকায় ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে মহিলা দ্বৈতে তাম্রপদক জেতেন বাংলাদেশের এলিনা সুলতানা এবং শাপলা আক্তার জুটি। ওই একই মাসে একই ভেন্যুতে অনুষ্ঠিত এই আসরের জুনিয়র বিভাগে মোট তিনটি ইভেন্টে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। বক্সিং ॥ ফেব্রুয়ারিতে জাতীয় বক্সিং প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৬ স্বর্ণ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়। রাগবি ॥ মার্চে ‘খান মজলিস স্বাধীনতা দিবস রাগবি প্রতিযোগিতা’র ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কুস্তি ॥ মার্চে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। আগস্টে এশিয়ান ফ্রিস্টাইল স্কুল বয়েজ রেসলিং চ্যাম্পিয়নশিপে তাম্রপদক জেতে বাংলাদেশের কিশোর রেসলার মাহাবুব আলম। ইরানের তেহরানে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়রশিপে ৫৭ কেজিতে খেলা মাহাবুব পাকিস্তানের প্রতিযোগীকে হারায়। ব্রিজ ॥ মার্চে জাতীয় পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন কম্পিউটার ইঞ্জিনিয়ার গনি আমিন ইকন ও ইস্পাহানীর ম্যানেজার আসিফুর রহমান রাজিব জুটি। হ্যান্ডবল ॥ এপ্রিলে ভারতের লক্ষ্নৌতে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে। জুলাইয়ে কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগের শিরোপা জেতে কোয়ান্টাম ফাউন্ডেশন। নবেম্বরে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। এ নিয়ে অনুষ্ঠিত ২৮ আসরের মধ্যে ২৭ বারই চ্যাম্পিয়ন হলো তারা। টিটি ॥ এপ্রিলে চট্টগ্রামে অনুষ্ঠিত ‘এ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের পাললিক গ্রুপ তৃতীয় হয়।
×