ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন না দিলে ফিফার কাছে নালিশ দেবেন কোচ ইভান্স!

প্রকাশিত: ০৬:৪৪, ২ জানুয়ারি ২০১৯

বকেয়া বেতন না দিলে ফিফার কাছে নালিশ দেবেন কোচ ইভান্স!

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলার এবং কোচদের সময়মতো বেতন না দিয়ে হয়রানি করার অনেক পুরনো অভ্যাস আছে একসময়ের সাড়া জাগানো ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের। এবার আবারও সেই একই ‘কুকীর্তি’ করেছে তারা। দুই মাসের বেতন বকেয়া পড়ায় দলটির ব্রিটিশ কোচ ক্রিস্টোফার ইভান্স এখন মহাক্ষেপা। খুব শীঘ্রই তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ জানাতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। গত বছর একই সমস্যার কারণে ভারতের সৈয়দ নাইমউদ্দিন অল্প কদিন কাজ করেই লীগের মাঝপথে নিজ দেশে ফিরে যান। এর আগে নাইজিরিয়ান কোচ এমেকা ইউজিগো ফিফার কাছে মোহামেডানের বিপক্ষে নালিশ দিয়ে সফল হন। এমেকাকে বকেয়া বেতন ও ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় সাদা-কালো শিবির। গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ কোচ ইভান্সকে দলভুক্ত করে মোহামেডান। কোচ হওয়ার পর চিকিৎসার জন্য ইভান্স দু’বার দেশে যান। ফেডারেশন কাপে মোহামেডানের বিদায়ের পর নবেম্বরের শেষদিকে ছুটিতে গিয়ে আর ফেরেননি তিনি। আগামী ৪ জানুয়ারি ঢাকায় ফেরার কথা থাকলেও ক্লাব কর্তৃপক্ষ তার ফেরার কোন ব্যবস্থাই করেনি! অথচ চুক্তি অনুযায়ী ঢাকা-লন্ডন আসা-যাওয়ার টিকেট পাওয়ার কথা তার। এদিকে বেতনও বকেয়া দুই মাসের। তবে কোচের এমন দাবি অস্বীকার করেছে মোহামেডান। বরং তারা বলেছে, ছুটিতে যাওয়ার সময় এক মাসের বেতন নিয়ে গেছেন ইভান্স। ইভান্স কোচিংয়ের চেয়ে বিভিন্ন ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা হিসেবেই বেশি কাজ করেছেন। কোচ হিসেবে তার সে রকম কোন উজ্জ্বল সাফল্যও নেই। এমনকি তার কোন ব্যক্তিগত ওয়েবসাইট, এমনকি তার নামে কোন উইকিপিডিয়াও নেই! উয়েফা ‘এ’ লাইসেন্সধারী’ কোচ ইভান্স বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জার্মানি) সিইও, যুব প্রকল্পের কর্মকর্তা, ম্যানেজার, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
×