ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চন্দনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৬:১১, ২ জানুয়ারি ২০১৯

চন্দনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ চন্দন কুমার মোহন্তের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। দীর্ঘদিন ধরে সে জটিল কিডনি রোগে আক্রান্ত। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের চিত্তরঞ্জন মোহন্তের ছেলে এবং নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। ইতোমধ্যে তার চিকিৎসার ব্যয় মেটাতে অনেক টাকা ব্যয় হয়েছে। বর্তমানে সে শ্যামলীর কিডনি হাসপাতালে ভর্তি আছেন। তার দুটি কিডনি অচল হয়ে যওয়ায় চিকিৎসক জরুরী ভিক্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এজন্য প্রয়োজন ২০ লাখ টাকা। প্রতি সপ্তাহে তার ডায়ালিসিসের জন্য ২০ হাজার টাকার প্রয়োজন হচ্ছে। তার বাবা একজন দরিদ্র চানাচুর ব্যবসায়ী। সন্তানের এই বিপুল চিকিৎসা ব্যয় তার পক্ষে কোনভাইে সম্ভব হচ্ছে না। কিন্তু প্রিয় সন্তানকে বাঁচাতে তিনি সমাজে উচ্চবিত্ত, দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। কোন সহৃদয়বান চন্দন কুমার মোহন্তের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন, ০১৭৫০-৩৯৮০৫৮ বিকাশ করা এই মোবাইল নম্বরের। ঘোষণা ॥ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রচারের মাধ্যমে দৈনিক জনকণ্ঠ সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটিয়ে থাকে। সাহায্য সংশ্লিষ্ট একাউন্টে জমা দিতে হবে। এ বিষয়ে জনকণ্ঠ কারও দায়ভার গ্রহণ করবে না।
×