ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোটারের চেয়ে প্রাপ্ত ভোট বেশি দেখিয়ে প্রতিবেদন ॥ সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৮, ২ জানুয়ারি ২০১৯

ভোটারের চেয়ে প্রাপ্ত ভোট বেশি দেখিয়ে প্রতিবেদন ॥ সাংবাদিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তিনি নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন ও পত্রিকা ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি। এ মামলার অপর আসামিকে খুঁজছে পুলিশ। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ভোটার সংখ্যার চেয়ে প্রাপ্ত ফলাফলে বেশি ভোট দেখিয়ে বাংলা ট্রিবিউন এবং মানবজমিন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে। ওই ফলাফলে খুলনা-১ আসনে ভোটারের চেয়েও অধিক ভোট গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। যা উদ্দেশপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অসত্য সংবাদ পরিবেশন করা হয়। এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় দুই সাংবাদিককে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হেদায়েত হোসেন মোল্লাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এ বিষয়ে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়াতে উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশন কার্যালয়ের নির্দেশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
×