ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলানোয় ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:০৮, ২ জানুয়ারি ২০১৯

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলানোয় ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা থাকায় মহাজোটের নিরঙ্কুশ বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। অন্যদিকে ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে। আর এ কারণেই এবারের সংসদ নির্বাচনে তাদের এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আগামী পাঁচ বছর হবে আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক সময়। রূপকল্প-২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি শুরু করা হয়েছে। রূপকল্প বাস্তবায়নে ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে দেশকে ডিজিটাল ও মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে দেশকে ডিজিটাল মধ্য আয়ের দেশে উন্নীত করা হয়েছে। পাশাপাশি দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বিশ্বে অন্যান্য উচ্চতায় পৌঁছে যাবে। ইতোমধ্যে গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা ভোগ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, এখনও আছে। সামাজিক সুরক্ষার আওতায় মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষা ভাতার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। এছাড়া দেশে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত সুবিধা পৌঁছে দেয়া হয়েছে। ঐক্যফ্রন্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তিনি স্বাধীনতাবিরোধী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়েছেন, দেশের মানুষ তা গ্রহণ করেননি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের নতুন প্রজন্মসহ সবাই মনের ইচ্ছার প্রকাশ করেছেন। তিনি বলেন, ঐক্যফ্রন্ট প্রার্থীদের সঙ্গে ভোটারদের সম্পর্ক ছিল না, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে অর্থের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। এ সব কারণেই তাদের এ ভরাডুবি হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষ ৩০ ডিসেম্বরের জন্য অপেক্ষা করছিল। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধা-বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, মা-বোনদের উজ্জত হরণ করেছিল জিয়াউর রহমান তাদের এবং বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেট হামলা করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আইভি রহমানসহ ১৪ জন নেতাকর্মী এ সময় জীবন দিয়েছিল। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে।
×