ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনন্দ-উল্লাসে নববর্ষ বরণ

প্রকাশিত: ০৬:০০, ২ জানুয়ারি ২০১৯

আনন্দ-উল্লাসে নববর্ষ বরণ

বিশেষ প্রতিনিধি ॥ নতুন খ্রিস্টাব্দের সূচনা মুহূর্ত নিয়ে উচ্ছ্বাস-উল্লাস বাঙালী সংস্কৃতির নিজস্ব কোন অঙ্গ না হলেও পাশ্চাত্য-প্রভাবে শহারাঞ্চলে এর ব্যাপ্তি ঘটেই চলেছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। কড়া নিরাপত্তা বলয় আর উন্মুক্ত স্থানে সকল ধরনের বর্ষবরণের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা থাকলেও যে যেভাবে পেরেছেন, আনন্দ-উল্লাস আর উচ্ছ্বাসের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে বরণ করে নিয়েছেন বাঙালীরা। ঘড়ির কাটা ১২টার ঘরে পৌঁছার সঙ্গে সঙ্গে কোথাও আতশবাজি, ফানুস উড়িয়ে, আবার কোথাও নেচে-গেয়ে নতুন বছর ২০১৯ কে বরণ করেছেন তারা। হোটেল সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল, ওয়েস্টিন, রেডিসনসহ সবগুলো অভিজাত হোটেল থার্টিফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে সাজানো হয়েছিল রঙিন সাজে। এই বছরটা যাতে অনেক ভালো যায়- সেই লক্ষ্যে একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পাড়া-মহল্লার, বাসা-বাড়ি, ক্লাবসহ অনেক স্থানেই নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন হয়েছে থার্টিফার্স্ট নাইট। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা আর কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে গুলশানসহ রাজধানীতে উন্মুক্ত জায়গায় থার্টিফার্স্ট নাইটের উল্লাস করতে পারেনি তরুণ-তরুণীরা। নতুন বছরকে বরণ করতে রাজধানীর বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও ফুটপাতও সেজেছে বর্ণিল সাজে। বড় বড় ভবনেও শোভা পাচ্ছে আলোকসজ্জা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারী বেসরকারী ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠান সাজানো হয়েছে লাল-নীল রঙিন আলোয়। বড় বড় স্থাপনাগুলোতে চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয় ইংরেজী নববর্ষ উপলক্ষে। এছাড়া এয়ারপোর্ট রোড, উত্তরা, শাহবাগ, মৎস্য ভবনসহ সড়কের মোড়ে মোড়ে আলোকসজ্জা করা হয়েছে। ঢাকার এ নতুন সাজ যেন ইংরেজী নতুন বছরকে বরণ করে নেয়ার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
×