ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২৮, ২ জানুয়ারি ২০১৯

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

মাস্টার ট্রেইনার প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাউজান সরকারী কলেজ, চট্টগ্রাম। ভার্চুয়াল রিয়েলিটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন ৬১. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে? ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. ভার্চুয়াল ফাংশন গ. ভার্চুয়াল পাস্ট ঘ. ভার্চুয়ালিটি ৬২. কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? ক. মরগান তত্ত্ব খ. সিমুলেশন তত্ত্ব গ. কম্পিউটার তত্ত্ব ঘ. ভার্চুয়াল তত্ত্ব ৬৩. ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? ক. তথ্য আদান-প্রদান খ.বাস্তব জগতে বিচরণ গ. দ্বিমাত্রিক জগতে প্রবেশ ঘ. কাল্পনিক জগতে বিচরণ ৬৪. ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পরতে হয় তা হলো ক. ঐগউ খ. উধঃধ মষড়াব গ. ইড়ফু ঝঁরঃ ঘ. ঐবধফ ংবঃ ৬৫. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ক. একমাত্রিক খ. দ্বি-মাত্রিক গ. ত্রি-মাত্রিক ঘ. চতুর্মাত্রিক ৬৬. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ক. ক্রায়োসার্জারি খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. ইন্টারনেট ঘ. ভিডিও কনফারেন্সিং ৬৭.কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ক.ত্রিমাত্রিক সিমুলেশন খ.দ্বিমাত্রিক সিমুলেশন গ. হ্যান্ড জিওমেট্রি ঘ. বায়োলজিক্যাল ডেটা ৬৮.সিমুলেশনে যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয় তখন তাকে কী বলে? ক. ভার্চুয়াল ভিলেজ খ. ভার্চুয়াল হাউজ গ. ভার্চুয়াল সোসাইটি ঘ. ভার্চুয়াল রিয়েলিটি ৬৯. নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে? ক. বাস্তবভাবে কৃত্রিম জগৎ খ. কৃত্রিমভাবে বাস্তব জগৎ গ. বাস্তবভাবে কাল্পনিক জগৎ ঘ. কাল্পনিকভাবে কৃত্রিম জগৎ ৭০. ভার্চুয়াল রিয়েলিটিতে ছবিগুলোকে জীবন্ত দেখানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক. ত্রিমাত্রিক খ. দ্বিমাত্রিক গ. একমাত্রিক ঘ. চতুর্মাত্রিক ৭১. ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময় ক. প্রাণহানির আশঙ্কা কমে যায় খ. প্রাণহানির কোন আশঙ্কা থাকে না গ. প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পায় ঘ.প্রাণহানি হওয়া-না হওয়ার আশঙ্কা সমান উত্তর আগামী সংখ্যায়
×