ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাধারণ জ্ঞান ৪;###;শেখ শামীম আহমেদ

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২৭, ২ জানুয়ারি ২০১৯

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

পরিচালক শহীদ ক্যাডেট একাডেমী (উত্তরা) বাড়ি নং-৪২, রোড-১, সেক্টর-৯, উত্তরা ঢাকা। email: [email protected] ১. ভিটামিন এক প্রকার ............পদার্থ। উত্তর : জৈব। ২. নোবেল পুরস্কার দেওয়া হয় কবে থেকে? উত্তর : ১৯০১। ৩. দাবা খেলার উৎপত্তি কোথায় এবং এর সর্বোচ্চ খেতাব কি? উত্তর : ভারত, গ্রান্ড মাস্টার। ৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী? উত্তর : কেলভিন। ৫. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায়? উত্তর : কক্সবাজার, বাংলাদেশ। ৬. সর্বপ্রথম ও সর্বশেষ কোন বাংলাদেশী মহিলা এভারেস্ট জয় করেন? উত্তর : নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজনীন। ৭. জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কবে প্রকাশিত হয়? উত্তর : ১৩৩২ বাংলা/ ১৯০৫ ইং। ৮. কে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? উত্তর : তৎকালীন ডাকসুর ভি,পি, আ, স, ম আব্দুর বর ৯. রণসঙ্গীতের সুরকার কে, ইহা কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর : কাজী নজরুল ইসলাম ১৩০৫ বাংলা/ ১৯২৮ ইং । ১০. অঞগ এর পূর্ণরূপ লিখ? উত্তর : অঁঃড়সধঃবফ ঞবষষবৎ সধপযরহব. ১১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। ১২. ই-কমার্স কি? উত্তর : ইন্টারনেটের মাধ্যমে বেচা কেনা। ১৩. বাংলাদেশের প্রথম নারী ডিআইজি কে? উত্তর : ফাতেমা বেগম। ১৪. ঢাকা কখন বাংলার রাজধানী হয়? উত্তর : ১৬১০ সালে। ১৫. কবে দিনরাত্রি উভয় সমান হয়? উত্তর : ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর। ১৬. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তর : নীলনদ। ১৭. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর : ওশেনিয়া। ১৮. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ। ১৯. মিয়ানমারের পূর্বনাম কি? এর বর্তমন রাজধানীর নাম কি? উত্তর : বার্মা, নাইপিদো। ২০. জাপানের আইন সভার নাম কি? উত্তর : ডায়েট। ২১. পৃথিবীর শীতলতম ও উঞ্চতম স্থানের নাম কি? উত্তর : কোস্টক (এ্যান্টার্কটিকা) আল-আজিজিয়া লিবিয়া । ২২. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই? উত্তর : গ্যাসীয় পদার্থ। ২৩. সেভেন আপ কোন ধরনের দ্রবন? উত্তর : তরল গ্যাস । ২৪. দ্রবন = ? উত্তর : দ্রবন+দ্রাবক। ২৫. কোনটি তাপ পরিবাহিতা কম এবং বেশি? উত্তর : অ্যালুমিনিয়াম ও প্লাস্টিড। ২৬. কলয়েড কোনটি? উত্তর : দুধ। ২৭. দ্রুতি = ? উত্তর : দূরত্ব/সময় ২৮. নক্ষত্রগুলো আসলে কি? উত্তর : গ্যাসপিন্ড। ২৯. বেগের একক কি? উত্তর : মিটার/ সেকেন্ড। ৩০. সূর্য্যে ব্যবহৃত গ্যাসটির নাম? উত্তর : হাইড্রোজেন। ৩১. দেহের বৃদ্ধি সাধন করে কোনটি? উত্তর : আমিষ। ৩২. নিচের অমিল কোনটি? ক) নেপচুন খ) পৃথিবী গ) ইউরেনাম চঘ) চাঁদ ৩৩. মুজিবনগর কোন জেলায়? উত্তর : মেহেরপুর। ৩৪. সবচেয়ে দ্রুততম পাখির নাম কি? উত্তর : সুইফট। ৩৫. ঘঝঈ এর পূর্ণরূপ কি? উত্তর : ঘধঃরড়হধষ ঝঢ়ড়ৎঃং পড়ঁহপরষ. ৩৬. কম্পিউটার নিয়ে কাজ করে তার সর্বনি¤œ একককে কী বলে? উত্তর : উপাত্ত। ৩৭. যদি ১+৪=৫, ২+৫=১২, ৩+৬=২১ হয় তবে ৮+১১= ? উত্তর : ৪০/৯৬।
×