ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০২, ২ জানুয়ারি ২০১৯

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকা লেনদেন

বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লাখ ২৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির মোট ৪৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানির ৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। জেএমআই সিরিঞ্জ ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জেড ক্যাটাগরিতে কেয়া কসমেটিক শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস ‘জেড’ ক্যাটাগরিতে পতিত হয়েছে। যা ১ জানুয়ারি থেকে কার্যকর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কেয়া কসমেটিকস কর্তৃপক্ষ ২০১৮ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। যাতে কোম্পানিটির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ থাকবে। মঙ্গলবার দিন শেষে কেয়া কসমেটিকসের শেয়ার দর দাঁড়িয়েছে ৬.৬০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×