ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:০০, ২ জানুয়ারি ২০১৯

পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ জানুয়ারি ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৬তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপ-পরিচালক এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মুবাশ্বের হোসেন, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ প্রমুখ। বক্তারা বলেন, পল্লীকবি জসীম উদ্দীন ছিলেন মাটি ও মানুষের কবি। তিনি তাঁর বিভিন্ন রচনায় আবহমান গ্রাম বাংলার যে চিত্র তুলে ধরেছেন বাংলা সাহিত্যে তা এক দুর্লভ সংযোজন। পাশাপাশি তিনি গ্রামবাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন লোককাহিনী, হাস্যরসাত্মক গল্পের সঙ্কলন করে গেছেন। জসীম উদ্দীনের কবিতা পড়েই আমরা মামার বাড়ি যাওয়ার তাগিদ বোধ করি, নাড়ার আগুনে মটরসুটি পুড়িয়ে খাওয়ার স্বাদ আস্বাদন করি, রেল সড়কের পাশে ডানকানা মাছদের বিচরণ খুঁজে দেখার চেষ্টা করি। বক্তারা বলেন, পল্লীকবিকে আমাদের প্রতি নিয়ত স্মরণ করতে হবে, তাঁর রচনা বার বার পাঠ করতে হবে, প্রতিক্ষণ তাঁকে নতুন করে আবিষ্কার করতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপস্থিতিতের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
×