ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:০০, ২ জানুয়ারি ২০১৯

নান্দাইলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১ জানুয়ারি ॥ উপজেলার আচারগাঁও ইউনিয়নে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সফুরা খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। জানা গেছে, নিহত নারী ধরগাঁও গ্রামের হিন্দুপাড়া এলাকার দিনমজুর আব্দুল হাইয়ের স্ত্রী। গত কয়েকদিন ছিল এই অঞ্চলে তীব্র শীত। সোমবার রাতে বাড়ির উঠানে খড়কুটোতে আগুন ধরিয়ে শীত নিবারণ করতে বসেন ওই নারী। এ সময় কাপড়ে আগুন ধরে যায়। একপর্যায়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঈশ্বরদীতে কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ চাকরির জন্য না ঘুরে নিজে স্বাবলম্বী হয়ে দু’জন করে বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই দেশে বেকারত্ব দূর সম্ভব বলে মন্তব্য করেছেন, বিএসসিআই এর চীফ অপারেটিং অফিসার মোস্তফা আহমেদ পিয়াস। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর আনন্দ বাজার এলাকায় মরহুম শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক টি এ পান্না, মরহুম শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের সভাপতি আলীমুল ইসলাম মৃধা, শহীদ সরদার, মোফাজ্জল শাহ প্রমুখ।
×