ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে এবারও সেই জনশ্রুতি সত্য হলো

প্রকাশিত: ০৩:৫৯, ২ জানুয়ারি ২০১৯

বাগেরহাটে এবারও সেই জনশ্রুতি সত্য হলো

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পীর খানজাহানের পূণ্যভূমি বাগেরহাট সদর আসনে যে দল বিজয়ী হয় তারাই সরকার গঠন করে এই জনশ্রুতি বা ‘মিথ’ আবারও সত্য বলে প্রমাণিত হল। সদর আসনে এবার বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মের উত্তরাধিকার শেখ হাসিনার চাচাত ভাইয়ের ছেলে শেখ সারহান নাসের তন্ময় নৌকার কা-ারি হয়েছিলেন। সুদর্শন ও সুবক্তা এই তরুণ এখানে প্রার্থী হওয়ায় অবিস্মরণীয় গণজাগরণ সৃষ্টি হয়। সকল বিভেদ ভুলে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়। একই সঙ্গে দলনিরপেক্ষ নারী-পুরুষ নির্বিশেষে যুবা-বৃদ্ধ সকলে উদ্বুদ্ধ হন। এ আসনে অতীতে কখনও কোন দল এত বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে পারেনি। বরং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু এবার জাতির জনকের পৌত্র শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট। এ বিষয়ে দল নিরপেক্ষ বয়োবৃদ্ধ একাধিক ব্যক্তি বলেন, গত দশ বছরে অভূতপূর্ব উন্নয়ন, দেশের অগ্রগতি, দলীয় ঐক্যের পাশাপাশি প্রার্থী মনোনয়নে যথাযথ সিদ্ধান্তের কারণে এই আসনে বিপুল ভোটের ব্যবধানে শেখ তন্ময় জয়ী হয়েছেন। অপরদিকে শেখ তন্ময়ের পিতা জনপ্রিয় নেতা শেখ হেলাল উদ্দিন ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি বাগেরহাট-১ আসনে ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট। বাগেরহাট-৩ আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেকের সহধর্মিণী নৌকা প্রার্থী হাবিবুন নাহার তালুকদার। তিনি ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আবদুল ওয়াদুদ শেখ পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট। এদিকে, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা ডাঃ মোজাস্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবদুল আলিম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট। দেয়াল চাপায় মহিলার মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটে মাটির দেয়াল ধসে সাহিদা বেগম (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম ওই গ্রামের আবদুল মুসব্বিরের স্ত্রী। জানা যায়, সকাল ১১টার দিকে সাহিদা বেগম নিজ বাড়ির ঘরের পাশে গর্ত খোড়ার সময় ঘরের মাটির দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে কানাইঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
×