ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৮, ২ জানুয়ারি ২০১৯

কেরানীগঞ্জে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১ জানুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসা থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই বাসায় তল্লাশী চালিয়ে ৪টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই ও প্রশিক্ষণের সরঞ্জামাদী জব্দ করা হয়। মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ওসি মোহাম্মদ শাহজামান। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ জানতে পারে একদল দুষ্কৃতিকারী ইকুরিয়া এলাকার হাসনাবাদ হাউজিংয়ের আব্দুল মজিদ মিয়ার ৭ম তলা বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাটে অবস্থান করছে। তারা সন্ত্রাসী কর্মকা- করার জন্য সেখানে সমবেশ হয়েছে। এমন খবর পাওয়ার পর এসআই ইমরান উকিলের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অনেকে পালিয়ে গেলেও ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মোঃ জয়নাল আবেদীন, মোঃ আতিয়ার রহমান, মোঃ তারিকুল ইসলাম, মোঃ আল আমিন, আবু তাহের ও মোঃ কামরুজ্জামান শামীম। এদের মধ্যে জয়নাল আবেদীন জামায়াতের ওলামা বিভাগের প্রধান ও সামরিক শাখার প্রশিক্ষক। বাকিরা জামায়াত শিবিরের নেতাকর্মী।
×