ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিতে বিএনপিই জিতেছে ॥ নোমান

প্রকাশিত: ০৩:৫৬, ২ জানুয়ারি ২০১৯

রাজনীতিতে বিএনপিই জিতেছে ॥ নোমান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, নির্বাচনে হারানো হলেও রাজনীতিতে বিএনপিই জিতেছে। এ নির্বাচনের মাধ্যমে আমরা আন্দোলনের প্রথম ধাপ অতিক্রম করেছি। বিএনপি নেতা নোমান সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন। তিনি বলেন, হামলা, মামলা ও গ্রেফতারের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা তাদের সাধ্যমত কাজ করেছেন। ভয়ভীতির মধ্যেও যে ভোটাররা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রার্থীদের জোরপূর্বক হারানো হলেও রাজনীতির মাঠে বিএনপিই জয়লাভ করেছে। বিএনপি আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত আন্দোলন চলবে। লাকি সেভেন আসম ফিরোজ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ জানুয়ারি ॥ পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে লাকি সেভেন অর্থাৎ সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন চীফ হুইপ আসম ফিরোজ। এ আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৭ শ’ ৮৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এখন এলাকার মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত বাউফল আসন থেকে এর আগে ১৯৭৯ প্রথম সর্বকনিষ্ঠ বয়সে আসম ফিরোজ নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে আসনটি একবার হাতছাড়া হয়। বাউফলের মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে আসম ফিরোজকে জাতীয় সংসদের হুইপ এবং ২০১৪ সালে তাকে জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত করেন।
×