ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা-৪ আসনে চাচির জয়, হারলেন ভাবি ও দিদি

প্রকাশিত: ০৩:৫৫, ২ জানুয়ারি ২০১৯

নেত্রকোনা-৪ আসনে চাচির জয়, হারলেন ভাবি ও দিদি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ জানুয়ারি ॥ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে চাচি, ভাবি ও দিদির লড়াইয়ে বয়োজ্যেষ্ঠ চাচিরই জয় হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ভাবি। আর তৃতীয় অবস্থান পেয়েছেন দিদি। চাচি হলেন আওয়ামী লীগ প্রার্থী রেবেকা মমিন (বর্তমান এমপি)। হাওড়-বাঁওড় অধ্যুষিত এ আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মমিন ২ লাখ ৪ হাজার ৪শ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর সরাসরি ভোটের রাজনীতিতে আসেন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন তিনি। বয়োজ্যেষ্ঠ রেবেকা মমিনকে দলটির স্থানীয় নেতাকর্মীরা ‘চাচি’ বলে সম্বোধন করেন। এদিকে ৩৮ হাজার ১শ’ ৮১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির তাহমিনা জামান শ্রাবণী। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীকে নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীরা ‘ভাবি’ বলে সম্বোধন করেন। একাধিক মামলায় দ-প্রাপ্ত বাবরের নির্বাচন অসম্ভব হওয়ায় এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। এ আসনে তৃতীয় হয়েছেন সর্বকনিষ্ঠ প্রার্থী সিপিবির কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার। তিনি পেয়েছেন ১ হাজার ১শ’ ১০ ভোট। নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘দিদি’ হিসেবে পরিচিত।
×