ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিটন ও বাদশা মিলে আধুনিক রাজশাহী গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০৩:৫৫, ২ জানুয়ারি ২০১৯

লিটন ও বাদশা মিলে আধুনিক রাজশাহী গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিজয়ী ফজলে হোসেন বাদশাকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনে ফল ঘোষণার পরদিন সোমবার রাতে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এখন রাজশাহীর উন্নয়ন কাজ করা সহজ হবে। আমি ও বাদশা মিলে উন্নত রাজশাহী গড়ব এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করব। এ সময় তিনি ফজলে হোসেন বাদশাকে এমপি নির্বাচিত করায় ১৪ দল ও মহাজোটের নেতাকর্মী এবং রাজশাহীবাসীকে ধন্যবাদ জানান। সভায় মেয়র লিটন আরও বলেন, সারাদেশের মানুষ নৌকার প্রতি আস্থা রেখেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। বিপুল ভোটে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। এখন তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে হবে। সভায় রাজশাহী-২ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, নির্বাচনের দিন অনেক অপচেষ্টা ও ষড়যন্ত্র করেছিল জামায়াত-বিএনপি। কিন্তু তাদের কোনো অপচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে। আমি ও খায়রুজ্জামান লিটন একসঙ্গে আছি, আগামীতেও একইভাবে দুইভাই রাজশাহীর উন্নয়ন করে যাব।
×