ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফের খেলার মাঠে মাশরাফি ॥ ক্রিকেটের প্রশ্নে আপোস নেই

প্রকাশিত: ০৩:৫৫, ২ জানুয়ারি ২০১৯

ফের খেলার মাঠে মাশরাফি ॥ ক্রিকেটের প্রশ্নে আপোস নেই

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১ জানুয়রি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমেজ শেষ! সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে বেসরকারীভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে আবারও খেলার মাঠের উদ্দেশে মঙ্গবার জন্মস্থান নড়াইল থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকায় পৌঁছে বিপিএল এর ৬ষ্ঠ আসরের খেলায় মনোনিবেশ করবেন রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেয়া এই দলপতি। মঙ্গলবার বেলা ১২টার দিকে এই ক্রিকেট তারকা নড়াইল ত্যাগ করেন। এর আগে ৩১ ডিসেম্বর দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, আগামী ৫ জানুয়ারি বিপিএল এর ৬ষ্ঠ আসর শুরু হবে। ঢাকায় গিয়ে তিনি ক্রিকেটে মনোনিবেশ দিবেন। এছাড়া ১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে ক্রিকেটের সঙ্গে কোন আপোস নেই বলেও তিনি মন্তব্য করেন। খেলার মাঠের মাশরাফি আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোন পার্থক্য থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। এখন থেকে ফের খেলায় মনোযোগী হব। এখন টার্গেট আগামী বিশ্বকাপ। এরপর কি করব সেটা তখনই চিন্তা-ভাবনা করা যাবে,’ বলেন মাশরাফি। এর আগে ২২ ডিসেম্বর নিজ নির্বাচনী কাজে নড়াইলে এসে নেতাকর্মী ও ভক্তদের নিয়ে বিভিন্ন এলাকায় ৫ দিনে দেড় শতাধিক পথসভা ও গণসংযোগ করেন মাশরাফি। নড়াইল-২ আসনে একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২শ’ ১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এনপিপির একাংশের চেয়ারম্যান এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮শ’ ৮৩ ভোট। দেশ স্বাধীনের পর সংসদ নির্বাচনে এই আসন থেকে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সফল এই অধিনায়ক।
×