ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান

প্রকাশিত: ০৩:৩৮, ২ জানুয়ারি ২০১৯

তালেবানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার লক্ষে তালেবানের সঙ্গে আলোচনায় বসার খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন। -ইয়াহু নিউজ। তিনি বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। আফগান সরকারের সঙ্গে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান কাসেমি। তিনি বলেন, তালেবান আফগানিস্তানের শতকরা ৫০ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করার জন্য তালেবানের পক্ষ থেকেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করা হয়েছিল।
×