ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

প্রকাশিত: ০৩:৩৬, ২ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে বার্তা বিনিময় করেছেন, যদিও দুটি দেশের মধ্যে চলছে এক কঠোর বাণিজ্যযুদ্ধ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা বলেছে।- খবর এএফপির। ২০১৮ সালে বাণিজ্য বিরোধকে কেন্দ্র করে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্রতায় পৌঁছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক পরিকল্পিত শুল্কবৃদ্ধি স্থগিত করলে তার চীনা প্রতিপক্ষ শি-জিনপিংয়ের পক্ষ থেকে এক সংশ্লিষ্ট আহ্বান জানানোর পর পরিস্থিতির বেশ অগ্রগতি হয়েছে বলে শনিবার এক রিপোর্টে বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, শি মঙ্গলবার পাঠানো এক বার্তায় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতা বিষয়ক সম্পর্কের অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সিনহুয়া বলেছে, ট্রাম্প চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চার দশকের কূটনীতির প্রশংসা করেন এবং তিনি চীনা নেতার সঙ্গে তার দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অভিনন্দন জানান। ওয়াশিংটন ও বেজিং গত বছর ৩ শ’ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর প্রতিশোধমূলক কর আরোপ করে যা এক বাণিজ্য বিরোধীকার সূচনা করে। চীনের অন্যায় বাণিজ্য সুবিধার অভিযোগ এনে ট্রাম্প ওই উদ্যোগ নেন। দুনেতা বুয়েনস এয়ারস জি টুয়েন্টি শীর্ষ বৈঠকের ফাঁকে এ বিরোধের বিরতি টানতে সম্মত হন যদিও অগ্রগতি ও ট্রাম্পের নতুন হুমকির অনস্তিত্বের আভাস কমই পাওয়া যাচ্ছে। চীনের বিশাল রাষ্ট্রীয় খাদ্যশস্য মজুদ প্রতিষ্ঠান ডিসেম্বরে বলেছে, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় আবার শুরু করেছে এবং বেজিং ঘোষণা করে, দেশটি যুক্তরাষ্ট্র তৈরি গাড়িও মোটর পার্টসের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত করবে।
×