ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শার্ট ডাউন ॥ সঙ্কট নিরসনে উদ্যোগ

প্রকাশিত: ০৩:৩৫, ২ জানুয়ারি ২০১৯

শার্ট ডাউন ॥ সঙ্কট নিরসনে উদ্যোগ

মার্কিন সরকারী কাজকর্মে শাটডাউন এখনও অব্যাহত আছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের উদ্যোগ থেকে শুরু হয়েছে এ শাটডাউন। বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাক্সিক্ষত বাজেট অনুমোদন না করায় এ সমস্যা তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে বৃহস্পতিবার কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর তারা এর সমাধানের উদ্যোগ নেবে। -এএফপি। ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ফেডারেল সরকারের আংশিক শাটডাউন বন্ধ করতে তারা একটি বিল নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর তারা ওই বিলের ওপর ভোটগ্রহণ করবে। তবে বিলটির ভবিষ্যত অনিশ্চিত। ট্রাম্প অভিবাসী আসা আটকাতে যে বরাদ্দ চেয়েছিলেন তার কোন নিশ্চয়তা তাতে দেয়া হয়নি। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের কাছে ৫ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাস হয়নি। তারা এক্ষেত্রে ১.৩ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে ২১ ডিসেম্বর মধ্যরাতের পর সরকারী কর্মকা- আংশিকভাবে বন্ধ আছে। এখনও পর্যন্ত সমঝোতা না হওয়ায় শাটডাউন অব্যাহত রয়েছে। মার্কিন সরকার ব্যবস্থায় দীর্ঘায়িত শাটডাউনের কারণে অর্থনীতিতে অপ্রত্যাশিত সঙ্কটের ঝুঁকি তৈরি হয়েছে। অনিশ্চয়তার ঝুঁকি বাজারে চরম অস্থিরতা ডেকে আনে। ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে চুক্তি না হওয়ায় প্রশাসন পরিচালনায় প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কয়েক হাজার সরকারী কর্মীকে বাড়িতেই বসে থাকতে বা বিনা বেতনে কাজ করে যেতে হচ্ছে। ডেমোক্র্যাটদের উদ্যোগ সম্পর্কে ট্রাম্প টুইটে মন্তব্য করেছেন, ‘ডেমোক্র্যাটরা সম্ভবত আমার কাছে একটি বিল পাঠানোর পরিকল্পনা করছে। এতে মোটামুটি সবকিছুই থাকবে। থাকবে না শুধু দেয়াল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ। তিনি বলেন, দেয়াল ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ট্রাম্প এই প্রসঙ্গে পুনরায় দাবি করেন দেয়াল নির্মাণের জন্য তার অংশের অর্থ দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে নতুন নাফটা চুক্তি হওয়ার সময় দেশটি অর্থ পরিশোধ করে। মেক্সিকো নিয়ে ট্রাম্পের এ দাবি অবশ্য এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। কংগ্রেস নববর্ষের জন্য বন্ধ আছে। বৃহস্পতিবার নতুন বছরের কার্যক্রম শুরু করবে কংগ্রেস। রাজনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্প এবার বছরের শেষে অবকাশে যাননি। হোয়াইট হাউসে তিনি বর্ষশেষ ও নববর্ষ বরণের অনুষ্ঠান উপভোগ করেন। ট্রাম্পের কথা হলো দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো না হলে তিনি বিলে সই দেবেন না। তিনি এখনও পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন। তার কথা এটি সীমান্ত নিরাপত্তার অংশ। দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে তিনি কিছুতেই পিছু হটবেন না। উভয়পক্ষের মধ্যে কোন সমঝোতা না হলে শাটডাউন দীর্ঘায়িত হতে পারে। শাটডাউন তাই এখন ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাটদের মধ্যে শক্তি প্রদর্শনের একটি মাধ্যম হয়ে উঠেছে। নবেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এদিকে চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে আলাপ করেছেন ট্রাম্প। শনিবার ফোনালাপের পর টুইট বার্তায় ট্রাম্প বলেন, জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ সময় এবং একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনের সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রক্রিয়া ভালভাবেই এগিয়ে চলেছে। তিনি বলেন চুক্তিটি হলে অনেক বিরোধের মীমাংসা হবে।এটি হবে একটি সার্বিক ও বিস্তৃত পরিসর চুক্তি যাতে বিরোধের কারণগুলোসহ সব বিষয়ে দিক নির্দেশনা থাকবে।
×