ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেন্টাল ইমপ্ল্যান্ট

প্রকাশিত: ০৮:২২, ১ জানুয়ারি ২০১৯

ডেন্টাল ইমপ্ল্যান্ট

এক বা একাধিক দাঁত না থাকলে ডেন্টা ইমপ্ল্যান্ট, ব্রিজ ও কৃত্রিম দাঁত বাঁধাইয়ের মাধ্যমে তা প্রতিস্থাপন করা হয়। তবে ডেন্টাল ইমপ্ল্যান্ট সবচেয়ে ভাল। ডেন্টাল ইমপ্ল্যান্ট সাধারণত টাইটেনিয়ামের তৈরি যা ব্যবহৃত হয় হারানো দাঁত পড়তে পারে না বা সমস্যা হয় তখন ডেন্টাল ইমপ্ল্যান্ট সবচেয়ে ভাল। একটি দাঁত ফেলে দেয়ার সঙ্গে সঙ্গে ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যায়। যেসব রোগীর মুখে একটিও দাঁত থাকে না তাদের ইডেনটুলাস রোগী বলা হয়। মুখে একটিও দাঁত না থাকলেও ধীরে ধীরে মুখের গঠনগত কাঠামো নষ্ট হয় এবং অকলুশাল প্লেন ঠিক থাকে না। তাই ইডেনটুলাস রোগীর ক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্ট সবচেয়ে কার্যকর। গবেষণায় দেখা গেছে ডেন্টাল ইমপ্ল্যান্ট করার পর রোগীর হাড়ের রিজরবশন কমে যায়। ফলে ভার্টিকাল হাইট ঠিক থাকে। রোগীদের মাঝে যারা সঠিক সময়ে ডেন্টাল ইমপ্ল্যান্ট করে থাকেন তাদের বয়স কমপক্ষে দশ বছর কম মনে হবে।
×