ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির জয়নুল-খোকন

প্রকাশিত: ০৭:৩৮, ১ জানুয়ারি ২০১৯

অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির জয়নুল-খোকন

বিডিনিউজ ॥ ভোটে অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন ধানের শীষের দুই প্রার্থী জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি শীর্ষ দুই নেতা সোমবার কমিশনে আলাদাভাবে লিখিত অভিযোগ দিয়ে নিজ নিজ আসনে পুনঃভোট দাবি করেছেন। রবিবার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। বেসরকারীভাবে ঘোষিত ফল অনুযায়ী এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এইচএম ইব্রাহিম পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট। অন্যদিকে বরিশাল-৩ আসনে জাপার লাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপু ৫৪ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন পেয়েছেন ৪৭ হাজার ২৮৭ ভোট। সোমবার ইসিতে লিখিত অভিযোগ দেয়ার পর খোকন সাংবাদিকদের বলেন, আমার এলাকা নোয়াখালী-১ ও সারাদেশে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন করে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে। বরিশাল বিভাগে জামানত টিকিয়ে রাখা বিএনপির একমাত্র প্রার্থী জয়নুল আবেদীন লিখিত অভিযোগ দিয়ে ফল স্থগিত রাখার দাবি জানান। তিনি বলেন, আমার বরিশাল-৩ আসনে ১৩৪টি আসনের মধ্যে ১২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। বাকি ১৪ কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়। আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। পুনঃভোটের দাবি জানাই।
×