ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

প্রকাশিত: ০৬:৪০, ১ জানুয়ারি ২০১৯

ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের সেপ্টেম্বরে ঢাকায় বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসর। এবার দলের সংখ্যা ৬ থাকলেও বাড়ছে দলগুলোর ম্যাচের সংখ্যা। সেই সঙ্গে আসন্ন বছরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৬ সালে ভুটানের বিপক্ষে লজ্জাজনক হারের ৫৩৩ দিন পর এ বছর লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা, সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে আরও ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জেমি বাহিনী। এরপর আবার দীর্ঘ সাত মাসের বন্ধ্যাত্ব। তবে প্রতিপক্ষ ঠিক না হলেও আগামী বছরের মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে লাল-সবুজের দল। আর বাহরাইনে অনুষ্ঠেয় অলিম্পিকের বাছাইয়ের জন্য কোচ জেমি ডের অধীনে অনুর্ধ-২৩ দলের ক্যাম্প শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে।
×