ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে কোহলির বছর

প্রকাশিত: ০৬:৩৮, ১ জানুয়ারি ২০১৯

ক্রিকেটে কোহলির বছর

স্পোর্টস রিপোর্টার ॥ বিদায়ী বছর ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ ও মাঠের বাইরে ঘটনার কমতি ছিল না। শুরুর দিকে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন দুই তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার। যা অস্ট্রেলিয়া তো বটেই বিশ্ব ক্রিকেটকেই নাড়িয়ে দিয়েছিল। মাঠের ক্রিকেটে ভারত যেমন দাপট দেখিয়েছে তেমনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট-ওয়ানডে দুই ভার্সনেই সর্বাধিক রান সংগ্রাহক তিনি। টেস্ট বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ওয়ানডেতে রশীদ খান ছিলেন আলোচিত। কোহলিকে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে ভারত। ছিল শহীদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স, এ্যালিস্টার কুক ও রঙ্গনা হেরাথের অবসর। স্মিথ-ওয়ার্নার ও টেম্পারিং ইস্যু ॥ ক্রিকেট ভদ্রলোকের খেলা। খেলাটির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে অস্ট্রেলীয়দের নাম। অথচ মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ে জড়িয়ে পড়েন খোদ দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় কার্যত পুরো ক্রিকেটবিশ্বই কেঁপে ওঠে। ফর্মের তুঙ্গে থাকা দুই তারকা নিষিদ্ধ হন এক বছরের জন্য। মাঠের ক্রিকেটে বেসামাল হয়ে পড়ে অজিরা। হারতে থাকে একের পর এক সিরিজ। আগামী বছর বিশ্বকাপে তারা ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ী ২০১৮ সালে সবচেয়ে আলোচিত, ঘৃণিত কা- হিসেবে স্মিথ-ওয়ার্নারদের এই টেম্পারিং অস্ট্রেলিয়ার ইতিহাসে কলঙ্ক হিসেবে লেখা থাকবে। কোহলিময় ক্রিকেট ॥ বছরজুড়ে আলো ছড়িয়েছেন কোহলি। নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। টানা দুই মৌসুম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করে ভারত। স্মিথ নিষিদ্ধ থাকায় ব্যাট হাতে মাঠেও এককভাবে ছড়ি ঘুড়িয়েছেন তিনি। গত বছর টেস্ট-ওয়ানডে দুই ভার্সনেই সবচেয়ে বেশি রান ভারত অধিনায়কের। টেস্টে ৫টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির সাহায্যে ৫৫ গড়ে করেছেন ১৩২২ রান। প্রথম ভিনদেশী অধিনায়ক হিসেবে দলকে টেস্ট ম্যাচ জিতিয়েছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে। এ সময়ে ওয়ানডেতেও রেকর্ড ১২০২ রান তার। সেঞ্চুরি ৬ ও হাফ সেঞ্চুরি ৩টি। দুই ভার্সনে দ্বিতীয় স্থানে যথাক্রমে কুসল মেন্ডিস ও রোহিত শর্মার রান ১০২৩ ও ১০৩০। তবে সুপার উইলোবাজ কোহলি ছিলেন আলোচনায়। তারকাদের অবসর ॥ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে গত বছরে খসে পড়ে বেশ কয়েকটি তারা। নামীদামী ক্রিকেটারদের বেশ কয়েকজন প্যাড-গ্লাভস ছেড়ে অবসরের ঘোষণা দিয়েছেন। অভাবনীয় ৩৬০ ডিগ্রী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত এবি ডি ভিলিয়ার্স অনেকটা হঠাৎই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ধুন্ধমামার ব্যাটিংয়ের অনেক রেকর্ড তার দখলে। ক্যারিয়ারে বার বার অবসর নিয়ে হাসির পাত্রে পরিণত হওয়া পাকিস্তানী তারকা শহীদ আফ্রিদি অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে টি২০’র মধ্য দিয়ে ‘বিদায়’ বলেন। বিশেষভাবে উল্লেখ করতে হবে ইংল্যান্ড ইতিহাসের সেরা ব্যাটসম্যান ও টেস্ট ইতিহাসেরই অন্যতম সফল ওপেনার এ্যালিস্টার কুক আর কিংবদন্তিতুল্য লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের কথা। মহিলা টি২০ বিশ্বকাপ ॥ বছরের শেষদিকে এসে নারী টি২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। স্মিথ-ওয়ার্নারদের ওই কলঙ্কের মাঝে দেশটির ক্রিকেটে এটিই ছিল একমাত্র সাফল্য। তবে এশিয়া কাপ জিতে চমক দেখানো বাংলাদেশ টি২০ বিশ্বকাপে দেশকে বড় লজ্জা দিয়ে বিদায় নেয়। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত আসরে ব্যাপক আলোচনায় ছিল ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ছিল ফেবারিট। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় ভারতীয় মহিলা দল। তবে হারের চেয়েও, মাঠের বাইরের বিতর্কে রীতিমতো শিরোনাম হয় এই খবর। কোচ রমেশ পাওয়ারের এবং তারক খেলোয়াড় মিতালি রাজের মধ্যে শুরু হয় বাগ্বিত া। যার জেরে শেষ পর্যন্ত কোচের পদ হারাতে হয় পাওয়ারকে। আরও কিছু ঘটনা ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির মধ্য দিয়ে টি২০ ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েন ভারতের রোহিত শর্মা। বছরজুড়ে দল খারাপ করলেও টেস্টে বল হাতে আগুন ঝড়িয়ে আলোচনায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ওয়ানডেতে অবিশ্বাস্য বোলিংয়ে রেকর্ড সর্বোচ্চ ৪৮ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন আফগান লেগস্পিনার রশীদ খান। বছরের শেষদিকে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে আসেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে-টি২০ বোলিংয়ে দাপট দেখানো বোলারদের প্রায় সবাই ছিলেন স্পিনার। ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত রেকর্ডও ছিল আলোচনায়।
×