ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাকাও দুষলেন মরিনহোকে!

প্রকাশিত: ০৬:৩৮, ১ জানুয়ারি ২০১৯

কাকাও দুষলেন মরিনহোকে!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় এক দশক আগের ঘটনা। ২০০৯ সালে এসি মিলান ছেড়ে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রিকার্ডো কাকা। সেই সময়ে ছয় কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে ইতালিয়ান সিরি এ লীগ থেকে তাকে কিনে আনে রিয়াল মাদ্রিদ। যা সেই সময়ের দল বদলের ইতিহাসের বিশ্ব রেকর্ড। কিন্তু দুর্ভাগ্য কাকার। রিয়াল মাদ্রিদে যোাগ দেয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়ালে যোগ দেয়ার এক বছরের মাথায় অস্ত্রোপচার করাতে হয় কাকাকে। যে কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে বসে থাকতে হয় তাকে। বছর না ঘুরতেই আবারও লম্বা সময়ের জন্য ইনজুরিতে। ফিরে এসেও নিস্তার মেলেনি তার। ইনজুরি যে পিছু ছাড়েনি কাকার। চার বছরের ক্যারিয়ারে মাত্র ৮৫ ম্যাচ খেলেছিলেন কাকা। মূলত ইনজুরিই ছিল কাকার মূল প্রতিবন্ধকতা। তবে ইনজুরি ছাড়াও রিয়াল মাদ্রিদে কাকার সমস্যা হয়ে দাঁড়ান জোশে মরিনহো। গ্রান্দে স্যারসুলো দ্য স্পোর্ত টিভিকে দেয়া এক সাক্ষাতকারে কাকা জানালেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ইনজুরির পাশাপাশি তার বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত জোশে মরিনহো। এ প্রসঙ্গে কাকা বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম রিয়াল মাদ্রিদ খুব ভাল হবে আমার জন্য। আমি ভাবতাম আমি খুব অধ্যবসায়ী, আমার সাধ্যের মধ্যে সব পেতে সর্বোচ্চ চেষ্টাই করতাম। মাদ্রিদে আমার প্রধান সমস্যা ছিল ইনজুরি, এরপরই কোচ (মরিনহো)। আমি সেখানে তিন বছর ছিলাম, চেষ্টা করেছিলাম মরিনহোকে সন্তুষ্ট করতে যাতে আরও সুযোগ পাই। কিন্তু এটা সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করত, যা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।’ মাঝে মাঝেই গণমাধ্যমে বের হয়ে আসে মরিনহোর বিধ্বংসী রূপ। এ সম্পর্কে কাকা বলেন, ‘বিধ্বংসী অবস্থায় ক্যামেরার সামনে মরিনহোকে যেমন দেখা যায়, মরিনহো তেমনই। কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান, খুব প্রস্তুত লোক। খুব প্রস্তুতি নিয়েই সাক্ষাতকার দিয়ে থাকেন তিনি।’ ২০১৩ সালে মরিনহোকে ছাঁটাই করে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের কোচ হিসেবে যোগ দেন কার্লো আনচেলত্তি। কিন্তুভাগ্য বদলায়নি কাকার। নতুন কোচ নতুন খেলোয়াড় এবং স্প্যানিশ খেলোয়াড়দের চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন। তাই দল বদল ছাড়া উপায় ছিল না কাকার। মূলত ঘরের মাঠে বিশ্বকাপে দর্শক হতে চাননি বলেই মাঠে খেলার মধ্যে থাকতে চেয়েছিলেন। তাই রিয়াল ছেড়ে আবার মিলানে ফিরে আসেন রিকার্ডো কাকা। সেখানেও স্থায়ী হননি বেশিদিন। মেজর লীগ সকারের দল ওরল্যান্ডোতে নতুন করে ঠিকানা গড়েন এই ব্রাজিলিয়ান। কিন্তু গত বছর সব ধরনের ফুটবল থেকেই অবসরের সিদ্ধান্ত নেন রিকার্ডো কাকা। মেজর লীগ সকারে কলম্বাস ক্রিউয়ের বিপক্ষে ম্যাচটি ছিল কাকার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটান ব্রাজিলিয়ান সুপারস্টার। সুদীর্ঘ ক্যারিয়ারে কাকা জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন ২০০২ সালের ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। এদিকে, ক্যারিয়ারের দুঃসময় পার করছেন জোশে মরিনহো। কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ। একে তো মাঠে ইউনাইটেডের পারফর্মেন্স ছিল যাচ্ছে তাই। এর সঙ্গে যোগ হয়েছিল খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন। তবে মরিনহোকে বরখাস্তের পর থেকেই যেন জ্বলে ওঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওলে গানার সোলসজায়েরের অধীনে সর্বশেষ তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। যা গত এপ্রিলের পর ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির সেরা পারফর্মেন্স। মরিনহোর সঙ্গে সবচেয়ে বাজে সম্পর্ক থাকা পল পগবাও এই তিন ম্যাচে আলো ছড়িয়েছেন। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন চার বার। গত দুই ম্যাচের দুটিতেই প্রতিপক্ষের জালে দুইবার করে বল জড়িয়েছেন তিনি। ওয়েন রুনির পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ফুটবলার হিসেবে টানা দুই ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়লেন এই ফরাসী মিডফিল্ডার।
×