ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিগব্যাশ ছেড়ে বিপিএলে লামিচানে!

প্রকাশিত: ০৬:৩৭, ১ জানুয়ারি ২০১৯

বিগব্যাশ ছেড়ে বিপিএলে লামিচানে!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বিস্ময়কর অন্তর্ভুক্তি ছিলেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। দিল্লী ডেয়ারডেভিলস তাকে দলে ভিড়িয়ে চমকে দিয়েছিল এবং লামিচানে তার সামর্থ্য দেখিয়েছিলেন কয়েকটি ম্যাচ খেলে। তাই এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ও আকর্ষণীয় টি২০ প্রতিযোগিতা বিগব্যাশ টি২০ আসরেও দল পেয়েছিলেন তিনি। মেলবোর্ন স্টারসের হয়ে ৩ ম্যাচে ৭ উইকেট পেয়েছিলেন। কিন্তু আপাতত তার বিগব্যাশে আর খেলা হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের ষষ্ঠ সংস্করণের প্লেয়ার্স ড্রাফটে সিলেট সিক্সার্স দলে টেনেছিল লামিচানেকে। চুক্তি অনুসারে পুরো বিপিএলেই সিক্সার্সের হয়ে খেলতে হবে ১৮ বছর বয়সী এ প্রতিভাধর লেগস্পিনারকে। তাই প্রথম থেকেই সিলেট সিক্সার্সে যোগ দিতে বাংলাদেশে আসছেন তিনি। মঙ্গলবার বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের উদ্দেশ রওনা দেবেন লামিচানে। আগামী ৫ জানুয়ারি ষষ্ঠ বিপিএল টি২০ শুরু হবে। গত বছর আইপিএল খেলার মধ্যে দিয়েই সবার নজর কাড়েন লামিচানে। এরপর বেশকিছু টি২০ আসরে খেলেছেন তিনি দেশ-বিদেশে। এ বছর আরব আমিরাতে হওয়া টি১০ লীগেও খেলেছেন এ তরুণ উদীয়মান লেগস্পিনার। নিজের বোলিং সাফল্যে নজর কেড়ে বিগব্যাশের মতো বড় একটি টি২০ আসরেও তিনি দল পেয়েছেন। মেলবোর্ন স্টারসের হয়ে ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে দারুণ নৈপুণ্যও দেখিয়েছেন। ৬.৫০ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি চলমান আসরে। তবে দারুণ ফর্মে থাকা এ লেগস্পিনারকে এবার ছেড়ে দিতে হচ্ছে মেলবোর্ন স্টারসকে। কারণ বিগ ব্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তি করেছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। চুক্তি অনুসারে বিপিএলের পুরো মৌসুমেই দলের সঙ্গে থাকতে হবে এই নেপালী লেগ স্পিনারকে। এ বিষয়ে লামিচানেই সোমবার বলেছেন, ‘বিগ ব্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি বিপিএলের দল সিলেট সিক্সার্সে চুক্তিবদ্ধ হয়েছিলাম পুরো আসরের জন্য।’ যদিও বিপিএল শেষে আবারও বিগ ব্যাশের উদ্দেশে উড়াল দেবেন তিনি। কারণ বিপিএলের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি এবং বিগ ব্যাশ লীগ চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই বিগ ব্যাশের গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচসহ সেমিফাইনাল এবং ফাইনালে লামিচানেকে আবার পাবে মেলবোর্ন স্টারস। লামিচানের বদলি হিসেবে এই সময়ে স্টারসের হয়ে খেলবেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাঙ্কেট। সিলেট সিক্সার্সে লামিচানে অবশ্য আরও ভাল কিছু শেখার দারুণ সুযোগ পাবেন। কারণ এই দলটিতে আছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির।
×