ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা মহিলা ক্রিকেটার ভারতের স্মৃতি মান্দানা

আইসিসি বর্ষসেরা মহিলা টি২০ দলে রুমানা

প্রকাশিত: ০৬:৩৬, ১ জানুয়ারি ২০১৯

আইসিসি বর্ষসেরা মহিলা টি২০ দলে রুমানা

স্পোর্টস রিপোর্টার ॥ বছর শেষ হয়ে গেছে। চলতি বছর অনুষ্ঠিত হয়েছে মহিলা টি২০ বিশ্বকাপ, মহিলা এশিয়া কাপসহ বেশ কয়েকটি ক্রিকেট আসর। বছর শেষে পারফর্মেন্সের ভিত্তিতে মহিলাদের বর্ষসেরা টি২০ ও ওয়ানডে ক্রিকেট দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মহিলাদের বর্ষসেরা টি২০ দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ। ক্ষুদ্র ফরমেটের এ ক্রিকেটে বছরজুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির বর্ষসেরা টি২০ মহিলা দলে জায়গা পেয়েছেন। ভারতের হারমানপ্রিত করের নেতৃত্বে এই একাদশে তিন ভারতীয় মহিলা ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। এছাড়া বর্ষসেরা মহিলা ওয়ানডে দলে নিউজিল্যান্ডের সুজি বেটসের নেতৃত্বেও আছেন ভারতের স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মান্দানা। তিনি ওয়ানডেরও বর্ষসেরা খেলোয়াড়। তাই উভয় দলেই জায়গা পেয়েছেন তিনি। এ বছর বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে মহিলা দলের উন্নতির ছাপও ছিল স্পষ্ট। ২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে মেয়েদের ক্রিকেটে। শেষ হয়ে যাওয়া এ বছরেই ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। টি২০ ফরমেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা জেতার পথে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেগস্পিনার রুমানা। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপে দলের ভরাডুবি হয়। কিন্তু পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই লেগ স্পিনার। মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেখানেও উজ্জ্বল ছিলেন রুমানা। ২০ ওভারের ক্রিকেটে চমৎকার পারফর্মেন্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা টি২০ একাদশে জায়গা করে নেন তিনি। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফর্মেন্স বিবেচনা করে আইসিসির নির্বাচিত ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। বল হাতে আলো ছড়ানো রুমানা তাদের ভোটে জায়গা পেয়েছেন স্কোয়াডে। বাংলাদেশী লেগ স্পিনার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২০১৮ সালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ২৪ ম্যাচে রুমানার শিকার ৩০ উইকেট। যার মধ্যে রয়েছে টি২০ বিশ্বকাপে ৪ ম্যাচে পাওয়া ৪ উইকেট। রুমানার সঙ্গে বর্ষসেরা টি২০ স্কোয়াডে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটারÑ এ্যালিসা হিলি, এলিস পেরি, এ্যাশলেই গার্ডনার ও মেগান স্কাট। ভারতের তিনজনÑ স্মৃতি মান্দনা, হারমানপ্রিত কর ও পুনম যাদব। আছেন নিউজিল্যান্ডের সুজি বিটস ও লেই ক্যাসপেরেকের সঙ্গে ইংল্যান্ডের নাতালি স্কিভার। এই দলটির অধিনায়ক মনোনীত হয়েছেন ভারতের হারমানপ্রিত। আর উইকেটরক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার এ্যালিসা হিলি। বর্ষসেরা টি২০ দলের পাশাপাশি মহিলাদের ওয়ানডে দলও ঘোষণা করেছে আইসিসি। সেখানেও ভারতীয় দুই ক্রিকেটার মান্দানা ও হারমানপ্রিত জায়গা করে নিয়েছেন। একইদিনে বর্ষসেরা ক্রিকেটার, ওয়ানডে ও টি২০ ক্রিকেটের বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে আইসিসি। মহিলা বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গত বছর থেকে র‌্যাচেল হেইহো-ফ্লিন্ট এ্যাওয়ার্ডের প্রচলন করা হয়। গতবার এটি জিতেছিলেন অজি অলরাউন্ডার এলিস পেরি। এবার সেটি জিতলেন মান্দানা। ২২ বছর বয়সী এ ভারতীয় ক্রিকেটার মহিলাদের ওয়ানডেতে এ বছর ৬৬.৯০ গড়ে ৬৬৯ রান করেছেন এবং টি২০ ক্রিকেটে ১৩০.৬৭ স্ট্রাইকরেট সর্বাধিক ৬২২ রান করেন। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি বছরের সেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন মান্দানা। অবশ্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ভারতের দ্বিতীয় মান্দানা। এর আগে ২০০৭ সালে ফাস্ট বোলার ঝুলন গোস্বামী প্রথম ভারতীয় হিসেবে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। তবে বর্ষসেরা টি২০ খেলোয়াড় হয়েছেন অজি উইকেটরক্ষক এ্যালিসা হিলি। এবার মহিলা টি২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এ বিশ্বকাপে তিনি ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেছিলেন ১৪৪.২৩ স্ট্রাইকরেট। আইসিসির বর্ষসেরা মহিলা টি২০ স্কোয়াড ॥ স্মৃতি মান্দানা, হারমানপ্রিত কর (অধিনায়ক), পুনম যাদব-ভারত, এলিসা হিলি (উইকেটরক্ষক), এলিস পেরি, এ্যাশলেই গার্ডনার, মেগান স্কাট- অস্ট্রেলিয়া, নাতালি স্কিভার-ইংল্যান্ড, সুজি বেটস, লেই ক্যাসপেরেক-নিউজিল্যান্ড ও রুমানা আহমেদ-বাংলাদেশ। আইসিসি বর্ষসেরা মহিলা ওয়ানডে স্কোয়াড ॥ স্মৃতি মান্দানা, পুনম যাদব- ভারত, সুজি বেটস (অধিনায়ক), সোফি ডিভাইন-নিউজিল্যান্ড, ডেন ভ্যান নিকার্ক, ম্যারিজান কাপ-দক্ষিণ আফ্রিকা, এলিসা হিলি (উইকেটরক্ষক)- অস্ট্রেলিয়া, ট্যামি বিউমন্ট, সোফি একলেস্টোন-ইংল্যান্ড, দিয়ান্দ্রা দোতিন-ওয়েস্ট ইন্ডিজ ও সানা মির-পাকিস্তান)।
×