ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বস্তি নিয়ে নতুন বছরে ম্যানইউ, ম্যানসিটি, চেলসি

প্রকাশিত: ০৬:৩৫, ১ জানুয়ারি ২০১৯

স্বস্তি নিয়ে নতুন বছরে ম্যানইউ, ম্যানসিটি, চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ তারকা কোচ জোশে মরিনহোকে ছাঁটাই করার পর যেন প্রাণ ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগীজ লৌহমানব ওল্ডট্রাফোর্ড থেকে বিদায় নেয়ার পর ইংলিশ প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচে গোলোৎসব করে জিতেছে রেড ডেভিলসরা। স্বরূপে ফিরেছেন দলটির তারকা ফুটবলাররাও। রবিবার রাতে ২০১৮ সালে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে নতুন কোচ ওলে গানার সোলসজায়েরের দল। ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে অতিথি এফসি বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানইউ। এর ফলে জয়ের তৃপ্তি নিয়েই নতুন বছর ২০১৯ সালে পা রাখছে ইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জেতা দলটি। স্বস্তির জয়ে বছর শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সাবেক চ্যাম্পিয়ন চেলসিও। দু’দলই জিতেছে প্রতিপক্ষের মাঠে। টানা দুই ম্যাচ হারের পর স্বাগতিক সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে অতিথি ম্যানসিটি। আর ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ১-০ গোলে স্বস্তির জয় নিয়ে ফিরেছে চেলসি। এর ফলে তিন পরাশক্তিই নতুন বছর শুরু করতে যাচ্ছে আত্মবিশ্বাস সঙ্গী করে। বর্তমানে ২০ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪৭। ফলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে যেতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। ৪৩ পয়েন্ট নিয়ে আগের চার নম্বরেই চেলসি। ৩৫ পয়েন্ট নিয়ে অপরিবর্তিত ছয়ে ম্যানইউ। ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে ১৯৯০ সালের পর শিরোপা জয়ের পথে ভালমতোই এগিয়ে চলেছে লিভারপুল। সাউদাম্পটনের মাঠে ম্যাচের ১০ মিনিটে বার্নান্ডো সিলভার ক্রস থেকে ডেভিড সিলভা সিটিজেনদের এগিয়ে দেন। এরপর চার্লি অস্টিন সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন স্বাগতিকদের পক্ষে। ৩৭ মিনিটে পিয়েরে-এমিলে হোলবার্গ সিটি গোলরক্ষক এডারসনকে পরাস্ত করলে আবারও আগের দুই ম্যাচের তিক্ত স্মৃতি ফিরে আসার শঙ্কায় পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতির ঠিক আগে রাহিম স্টার্লিংয়ের ক্রস থেকে জেমস ওয়ার্ড-প্রাউসের আত্মঘাতী গোলের পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে সার্জিও এ্যাগুয়েরোর হেড সাউদাম্পটন গোলরক্ষক এ্যালেক্স ম্যাককার্থি ধরতে ব্যর্থ হলে পেপ গার্ডিওলার দলের জয় নিশ্চিত হয়। বিরতির পর এ্যাগুয়েরোর শট বারপোস্টে না লাগলে ও গ্যাব্রিয়েল জেসুসের শট ম্যাককার্থি দারুণ দক্ষতায় আটকে না দিলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। বৃহস্পতিবার ইতিহাদ স্টেডিয়ামে তুখোড় ফর্মে থাকা লিভারপুলকে আতিথ্য দেয়ার আগে এই জয় সিটিজেনদের আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস কোচের। গত শনিবার আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে জার্গেন ক্লপের দল যেভাবে নিজেদের আরও একবার প্রমাণ করেছে তাতে সিটিজেনদের পক্ষে জয়ের ধারা ধরে রাখা কতটা সহজ হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ম্যাচ শেষে সিটি কোচ গার্ডিওলা বলেন, আমরা জানি যে লিভারপুল এখন যে অবস্থায় আছে তাতে তাদের বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা দৌড় থেকে আমরা ছিটকে পড়ব। এটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। অবশ্যই তারা পয়েন্ট হারাবে, কিন্তু সেটা হয়ত বা খুব একটা প্রভাব ফেলবে না। ওল্ডট্রাফোর্ডে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই মার্কোস রাশফোর্ডের সহায়তায় গোল করে ম্যানইউকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী ফরাসী মিডফিল্ডার পল পোগবা। ৩৩ মিনিটে এ্যান্ডার হেরেরার ক্রস থেকে পোগবার শক্তিশালী হেডে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগে অ্যান্থনি মার্শিয়ালের সহযোগিতায় রাশফোর্ড দলের পক্ষে তৃতীয় গোল করেন। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ন্যাথ্যান আকের সান্ত¦নাসূচক গোলটি অতিথিদের পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। বিরতির পর ৭২ মিনিটে বদলি খেলোয়াড় রোমেলু লুকাকুকে দিয়ে পোগবা ম্যানইউর চার নম্বর গোলটি করান। জয় পাওয়া ম্যাচেও ম্যানইউর অস্বস্তি বলতে ৭৯ মিনিটে বেইলির সরাসরি লালকার্ড দেখা। ম্যাচ শেষে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, ম্যাচে পোগবার অলরাউন্ড পারফর্মেন্স ছিল। সে সত্যি অবিশ্বাস্য খেলেছে। আর পোগবা বলেন, আমাদের খেলার ধরন পাল্টে গেছে। আমরা এখন অনেক আক্রমণাত্মক ও সুযোগও বেশি সৃষ্টি করছি। মূলত এভাবেই আমরা খেলতে চাই।
×