ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এ বিজয় উদযাপন করুন ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৩, ১ জানুয়ারি ২০১৯

ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এ বিজয় উদযাপন করুন ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩১ ডিসেম্বর ॥ আমি এ বিজয়ে আনন্দিত, উচ্ছ্বসিত। আপনারা ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে এ বিজয় উদযাপন করুন। নতুন বছরে আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। সুশাসনকে প্রিয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করব। কথাগুলো বলেছেন, নোয়াখালী-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বিজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ কথাগুলো বলেন। ওবায়দুল কাদের বলেন, রাতারাতি কোন সমস্যার সমাধান হবে না। এ এলাকার ক্লোজারের মতো কঠিন কাজ আমরা করেছি। এখন দরকার, গ্যাস সংযোগ ও বেকার তরুণ সমাজের কর্মসংস্থান। পর্যায়ক্রমে এটিও আমি করব। আজ থেকে আমি এ বিষয়ে মনোযোগী হব। তিনি (ওবায়দুল কাদের) দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসায় যাবেন না। যেটা আমরা অতীতেও যাইনি। ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে আমাদের অনেক বেদনা আছে ২০১৪ সালেরও আছে। তখন আমাদের অনেককে ঘর বাড়ি ছেড়ে বছরের পর বছর বাইরে থাকতে হয়েছে। আমি তার কোনটির পুনরাবৃত্তি করব না। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি প্রতিপক্ষের ওপর কোন প্রকার প্রতিশোধ নেয়ার পক্ষপাতী নই। ওবায়দুল কাদের বলেন, আমার একথা শুধু এখানে প্রযোজ্য নয়। এ কথা বৃহত্তর নোয়াখালীসহ সারা দেশের জন্য প্রযোজ্য। আমাদের নেত্রীরও একই নির্দেশ। নেত্রীর এই নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনে সকল নেতাকর্মীকে মেনে চলার আহ্বান জানান তিনি, তিনি বলেন, সকলের প্রতি আহ্বান জানাব, ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে এ বিজয় উদযাপন করুন। আমাদের পরবর্তী কার্যক্রম যেন মানুষের সঙ্গে ভাল আচরণে পরিণত হয়। ওবায়দুল কাদের বলেন, পার্টির যে শিক্ষা, বঙ্গবন্ধুর যে শিক্ষা, শেখ হাসিনার যে শিক্ষা, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি আত্মসমালোচনা করে বলেন, ভুল মানুষেই করে। অতীতে যদি কোন ভুল হয়ে থাকে, আমরা অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রার সূচনা করব। ভুল সংশোধন করার সৎ সাহস শেখ হাসিনার আছে। সকল ভুল সংশোধন করে আমরা নতুন করে যাত্রা শুরু করব। উন্নয়ন নিয়ে ভাল আচরণ নিয়ে আমরা একটা ঐতিহ্যবাহী দল হিসেবে এগিয়ে যাব।
×