ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির অত্যাচারের জবাব মানুষ ব্যালটে দিয়েছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:০২, ১ জানুয়ারি ২০১৯

বিএনপির অত্যাচারের জবাব মানুষ ব্যালটে দিয়েছে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ ডিসেম্বর ॥ ভোলা-১ আসনের নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর যে অত্যাচার অবিচার করেছে মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। বাংলার মানুষ বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার সকালে ভোলার গাজীপুর রোডের নিজ বাসভবনে নবনির্বাচিত এমপি তোফায়েল আহমেদকে ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তোফায়েল আহমেদ এক প্রতিক্রিয়ায় ও প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। আমার মনে হয়েছে বঙ্গবন্ধু আবার ফিরে এসেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বেশে। যার জন্য এ নির্বাচনে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে এবং তারা স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে। তারা গ্রেনেড হামলাকারীদের বিপক্ষে ভোট দিয়েছে। যেই দল খালেদা জিয়া দুর্নীতি মামলায় জেলে। তার ছেলে যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি। সেই জোটের প্রধান হয়েছেন ড. কামাল হোসেন। তাই তিনি নির্বাচন কমিশন ও তার নির্বাচনী এলাকাসহ বাংলার জনগণকে তোফায়েল আহমেদ অভিনন্দন জানান। তিনি বলেন, ভোলার ৪টি আসনসহ সারাদেশে সুন্দর পরিবেশে ভোট হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আসীন হয়েছে। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ তাহের, যুগান্তরের অমিতাভ অপু, যমুনা টিভির সাংবাদিক সামসউল আলম মিঠু, জনকণ্ঠের হাসিব রহমান, বাংলাদেশ প্রতিদিনের জুন্নু রায়হান, নয়াদিগন্তের শাহাদাত হোসেন শাহিন, একাত্তর টিভির কামরুল ইসলাম, বাসসের হাসনাইন আহমেদ মুন্না, বৈশাখী টিভির হোসাইন সাদী, চ্যানেল টুয়েন্টিফোরের আদিল হোসেন তপু, ডিবিসির অচিন্ত্য মজুমদার, যায়যায়দিনের নুরে আলম ফয়েজ প্রমুখ।
×