ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গণআত্মসমর্পণের কর্মসূচী নিতে যাচ্ছে বিএনপি

প্রকাশিত: ০৬:০২, ১ জানুয়ারি ২০১৯

গণআত্মসমর্পণের কর্মসূচী নিতে যাচ্ছে বিএনপি

বিভাষ বাড়ৈ ॥ নির্বাচনে ভয়াবহ ভরাডুবির পর অস্তিত্ব সঙ্কটে পড়া বিএনপি ও তার মিত্ররা শেষ রক্ষায় সরকারকে বিব্রত করতে নতুন কৌশল নিয়েছে। হেরে গিয়ে দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে দমন পিড়নের তথ্য হাজির করতে ষড়যন্ত্রের কৌশল হিসেবে মামলাভুক্ত দলীয় প্রার্থী ও কর্মী সমর্থকরা ‘একযোগে আদালতে স্যারেন্ডার’ করার পরিকল্পনা করছে। এমন একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে শীর্ষ নেতারা গোপনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করছেন। বিএনপির দুই প্রভাবশালী নেতার ফোনালাপে ফাঁস হয়ে গেছে একযোগে আদালতে স্যারেন্ডার করার নয়া পরিকল্পনা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের প্রার্থী জয়নাল আবদিন ফারুক এবং বিএনপির যুগ্ম-মহাসচিব নোয়াখালী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের টেলিফোন আলাপে বেরিয়ে এসেছে তাদের নয়া কৌশলের তথ্য। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বড় বিপর্যয়ের পর পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার বৈঠক করেছে বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির সূত্রগুলো বলছে, নেতারা নির্বাচনে বিপর্যয়ে কোন হিসেব মেলাতে পারছে না। বিএনপির পক্ষ থেকে জোটের অন্যদেরও সঙ্গে আলোচনা করে জোটের কর্মসূচী ঠিক করা হবে। তবে এর বাইরেও বিএনপি তাদের নিজস্ব কৌশল প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কৌশলের বিষয় গোপানীয়তা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতিতে বিপর্যস্ত বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলছিলেন, যে অবস্থা তাতে জোটের বাইরেও নিজেদের কিছু কর্মসূচী আলাদাভাবে পালনের চিন্তা তারা করছেন। তবে ফলাফলে তারা কিছুই বুঝতে পারছেন না। ক্ষমতাসীনেরা ভোটের দিন মারমুখো থাকবে, চড়াও হবে এটা জানা ছিল। কিন্তু ফলাফল এতটাই অপ্রত্যাশিত-অবিশ্বাস্য যে তাদের করণীয় কী হবে, এই সরকারের বিরুদ্ধে আদৌ আন্দোলন করার মতো পরিস্থিতি আছে কিনা, সে বিষয়টি তারা খতিয়ে দেখবেন। এসব বিষয়ে চেয়ারপার্সনের সঙ্গে কথা বলা হবে বলেও জানান এ বিএনপি নেতা। এদিকে এমন যখন পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে বিএনপির দুই প্রভাবশালী নেতার ফোনালাপে ফাঁস হয়ে গেছে একযোগে আদালতে স্যারেন্ডার করার নয়া পরিকল্পনা। নেতাদের একজন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের প্রার্থী জয়নাল আবদিন ফারুক। অন্যজন বিএনপির যুগ্ম-মহাসচিব নোয়াখালী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জয়নাল আবদিন ফারুক কল করে বলেন, ভাইজান, মামলা যে এতগুলো হইল, কি করব ? মাহবুব উদ্দিন খোকন উত্তর দেন, মহাসচিবের সঙ্গে কথা বলেন। সবাই স্বেচ্ছায় কারাবরণ করেন। সব মামলায় স্যারেন্ডার করেন লয়ার কোর্টে। জয়নাল আবেদিন ফারুক ঃ ৩০০ এমপি? মাহবুব উদ্দিন খোকন ঃ না না সব, যাদের মামলা হইছে, সব মামলায় লোকালি স্যারেন্ডার করা। জয়নাল আবেদিন ফারুক ঃ আচ্ছা, তারপর। মাহবুব উদ্দিন খোকন ঃ তারপর লোকদের ঢুকাক সব। কত লোক ঢুকাইব। সব মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণ। জয়নাল আবেদিন ফারুক ঃ আমরা স্যারেন্ডার কইরা ফেলাই নাকি? মাহবুব উদ্দিন খোকন ঃ এইটা পার্টির সিদ্ধান্ত, ওপর থেকে সিদ্ধান্ত করান। জয়নাল আবদিন ফারুক ঃ নির্বাচন উপলক্ষে এই পর্যন্ত যত মিথ্যা মামলা হইছে, অসত্য, মিথ্যা মামলা হইছে; এক সঙ্গে স্যারেন্ডার কইরা ফেলাই। মাহবুব উদ্দিন খোকন ঃ এক এক উপজেলায় ৫০০০ লোক ঢুকব, ঠিক আছে। জয়নাল আবেদিন ফারুক ঃ ৫০০০ এর বেশি আছে। মাহবুব উদ্দিন খোকন ঃ আমার এলাকায় ২০০০-২৫০০ কি আছে, মনে করেন। জয়নাল আবেদিন ফারুক ঃ আমার আছে প্রায় ১৭০০। মাহবুব উদ্দিন খোকন ঃ সব জায়গায়। নোয়াখালীতে ১০,০০০ হইব মনে হয়। জয়নাল আবদিন ফারুক ঃ না না। ১০,০০০ লোক জায়গা হবে না। ভাল হবে এইটা, তাঁবু টাঙ্গাইয়া দিবে। মাহবুব উদ্দিন খোকন ঃ যত মিথ্যা মামলা হইছে, স্বেচ্ছায় কারাবরণ হইলে ওটাই একটা প্রোগ্রাম হইয়া যাইব। জয়নাল আবদিন ফারুক ঃ ইয়েস, ইয়েস, ইয়েস। ভেরি গুড। মাহবুব উদ্দিন খোকন ঃ আমরা একটা কইরা জামিন নিব। জজকোর্ট, হাইকোর্ট সবাই আমাদের নিয়া ব্যস্ত থাকব। জয়নাল আবেদিন ফারুক ঃ আরও আরও। আমাদের অর্থনীতি আরও শেষ হয়ে যাবে। মাহবুব উদ্দিন খোকন ঃ অর্থনীতি শেষ হলে। মানুষ হয়রানি হইব। জয়নাল আবদিন ফারুক ঃ আমি জানাচ্ছি এখনই। মাহবুব উদ্দিন খোকন ঃ আর স্বেচ্ছায় যত মিথ্যা মামলা হয়েছে সব মিথ্যা মামলায় আমরা স্বেচ্ছায় জেলে ঢুকি। জয়নাল আবদিন ফারুক ঃ তুমি ঢাকায় একটু আসো না। মাহবুব উদ্দিন খোকন ঃ ঢাকায় চলে আসছি আমি। জয়নাল আবেদিন ফারুক ঃ ওদের বিকেল ৪টায় স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। আমরা এটা বলে দিই। মাহবুব উদ্দিন খোকন ঃ একদিনে ৫ হাজার লোক স্যারেন্ডার নিতে পারব ওরা। জয়নাল আবদিন ফারুক ঃ তুমি ৪টায় গুলশানে আসো। আমরা কথা বলি। আমার মনে হয় এই আইডিয়াটা ভাল। আমি এই আইডিয়াটা সবাইকে জানাচ্ছি। সবাই মির্জা আলমগীরকে ফোন দিক। মাহবুব উদ্দিন খোকন ঃ এক জেলে যদি ৫০০০ লোকেরে ঢুকায়, ঢুকাবে না শালারপুতেরা, কি করবি, এটা একটা প্রতিবাদ। কত হাজার মামলা হইছে, মানুষ দেখুক, জাতি দেখবে। জয়নাল আবদিন ফারুক ঃ ৪টার সময় গুলশানে আসো। মাহবুব উদ্দিন খোকন ঃ এইটা বলেন, ভাই। এদিকে বিএনপি ও তাদের মিত্রদের কর্মকা-ের ওপর সতর্কতার সঙ্গে নজর রাখছে সরকার। বিএনপি পরাজিত হওয়ার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অবশ্য বলেছেন, বিএনপির জন্য এমন পরাজয় অপেক্ষা করছিল। সোমবার সকালে ভোলায় তার বাসভবনে বিজয়ের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল আর বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে। বিএনপির জন্য এ পরাজয়টা অপেক্ষা করছিল। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এ সময় তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিদেশী পর্যবেক্ষকরাও একথা বলে গেছেন। এ বিজয় শুধু আওয়ামী লীগের বিজয় নয়, এটা বঙ্গবন্ধুর বিজয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কোন ধরনের প্রতিহিংসা না দেখাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসায় যাবেন না। যেটা আমরা অতীতেও যাইনি। ২০০১ সালে আমাদের অনেক বেদনা আছে। ২০১৪ সালেরও আছে। তখন আমাদের অনেককে ঘর-বাড়ি ছেড়ে বছরের পর বছর বাইরে থাকতে হয়েছে। আমি তার কোনটির পুনরাবৃত্তি করব না।
×