ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৯৭ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৬, ১ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে ২৯৭ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ২৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে দেশের সর্বাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল। এছাড়া নগরীর বাড়ইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত খনন করা হবে নতুন খাল। শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার সকালে চসিক কনফারেন্স হলে প্রকৌশলীদের সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই প্রকল্প দুটির কাজ। এ বাস-ট্রাক টার্মিনালটি নির্মিত হলে উত্তর চট্টগ্রামের যানবাহনগুলোকে আর নগরে ঢুকতে হবে না। নগরীর যানজট সমস্যা অনেকাংশে কমে আসবে। চসিক মেয়র জানান, নগরীর ১৬ একর জায়গার ওপর প্রায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরীর কুলগাঁও বালুছড়ায় এই সর্বাধুনিক বাস-ট্রাক টার্মিনাল নির্মিত হবে। এই টার্মিনাল নির্মাণের জায়গার মধ্যে চউক’র মালিকানার জমি রয়েছে আট একর। বাকি আট একর জায়গা অধিগ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৫ লাখ ৫ হাজার টাকা। জমির উন্নয়ন বাবদ ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা, বাস-ট্রাক টার্মিনালের অবকাঠামো উন্নয়নের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ২৫ কোটি টাকা। এই প্রকল্পটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে রয়েছে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাসহ আনুষঙ্গিক কাজ। সর্বশেষ বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। এই টার্মিনাল থেকে দূরপাল্লার এবং আন্তঃনগর উভয় ধরনের বাস ছেড়ে যাবে। টার্মিনালের মুখে থাকবে চারতলা বিশিষ্ট নানন্দিক ভবন। চারতলা বিশিষ্ট এই নানন্দিক ভবনে যে সকল সুযোগ সুবিধা থাকবে তন্মধ্যে প্রথম তলায় সিটি বাস টার্মিনাল, আন্তঃনগর বাস টার্মিনাল, ১টি যাত্রী নামার লেন, ২৫টি যাত্রী উঠার লেন, ১৪টি অতিরিক্ত অপেক্ষমাণ লেন, ছাদযুক্ত বৃহদাকার খোলা হল রুম এবং তথ্য কেন্দ্র, ৩টি স্থানে ৫টি লিফট, ১ জোড়া চলন্ত সিডি, ৩টি প্রশস্ত সিডি, প্রতিটি ফ্লোরে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক বৃহদাকার ওয়াশ রুম (টয়লেট), ২২টি টিকেট কাউন্টার, ওয়াইফাই সুবিধাসহ যাত্রীদের বসার জায়গা, লাগেজ রুম, ট্যাক্সি বুকিং বুথ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, খাবার দোকান ২য় তলায় রেস্তরাঁ, সুভ্যেনির সভা, এসি বাস যাত্রীদের বসার জায়গা ৩য় তলায় বাস কোম্পানিগুলোর ব্যবসায়িক অফিস, টার্মিনাল ফ্যাসিলিটিজ এবং ৪র্থ তলায় বাস কোম্পানিগুলোর ব্যবসায়িক অফিস, প্যানোরোমা রেস্টুরেন্ট, ৩০টি কার এবং ট্যাক্সি পার্ক, ৬টি পেট্রোলপাম্প, ৬৯টি বাস ডিপো, ১৭টি ওয়ার্কশপ এবং সার্ভিসিং সেন্টার, ৪টি সার্ভিসিং লাইন, ৮টি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ লাইন, বাস কর্মচারীদের বোর্ডিং এবং কমনরুম, ওয়াশরুমসহ বাস কর্মচারীদের জন্য থাকার ব্যবস্থা, সাব স্টেশন এবং অন্য টেকনিক্যাল সাপোর্ট স্টেশন।
×