ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত: ০৫:৩৮, ১ জানুয়ারি ২০১৯

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবারের নির্বাচনে ভূমিধস বিজয়ের সাফল্যে সোমবার সকালে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। এছাড়া তিনি শেখ হাসিনার এই বিজয়ে অভিনন্দন জানিয়ে তাকে টুইটও করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি ও বিডিনিউজের। খবরে বলা হয়, নির্বাচনে বড় ধরনের জয়ে বিশ্বনেতাদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করেন শেখ হাসিনাকে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার দলকে ভোটের জয়ে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের পুরনো ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, দেশেও রাজনীতিক ও সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিদেশী কূটনীতিকরা গণভবনে গিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ॥ বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু সোমবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।’ এ সময় চীনা দূত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তার ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়ন হবে এবং ওই সময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সব পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ থেকে দ্রুত দারিদ্র্যের হার শূন্যে নেমে আসবে। চীন ও বাংলাদেশের মধ্যে কৌশলগত এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ঝ্যাং ঝু। এ সময় তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে বিশ্বের মহান নেতা হিসেবে অভিহিত করেন। সাক্ষাতের সময় শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়নে বেজিংয়ের সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া চীনকে বাংলাদেশের ‘বড় বন্ধু’ আখ্যায়িত করে তার পরবর্তী পাঁচ বছরের শাসনামলে চীনের আরও বিনিয়োগ আশা করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ, মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। আমরা খুশি- মমতা ॥ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়া জানতে চাইলে মমতা বলেন, শেখ হাসিনা জেতায় আমরা খুশি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দনও জানিয়েছি। ‘তাঁর রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ভাল থাকুক। বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, ভারতের সঙ্গে সেই সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক। আমরা অলওয়েজ তাই চাই। বাংলাদেশ ভাল থাকলে আমরা ভাল থাকি। আমরা ভাল থাকলে বাংলাদেশও ভাল থাকে।’ এর আগে এক টুইটবার্তায় অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি-কে অভিনন্দন জানাই।’ ভুটানের রাজা ॥ বাসস জানায়, ভুটানের রাজা জিগমে খেসার নাগমায়েল ওয়াংচুক একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে ভুটানের রাজা সোমবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। জিগমে খেসার আশা করেন, শেখ হাসিনার আগামী পাঁচ বছরের শাসনকালে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
×