ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাখ টাকার চেক প্রদান

প্রকাশিত: ০৪:৪৫, ১ জানুয়ারি ২০১৯

লাখ টাকার চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বর ॥ দৌলতপুরে নিহত আনসার সদস্যের পরিবারকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফারাকপুর গ্রামে নিহত আনসার সদস্য খলিল ম-লের স্ত্রী খনজনা বেগমের হাতে চেকটি তুলে দেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন। শনিবার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে আনসার কমান্ডার খলিল ম-লের সঙ্গে একই গ্রামের জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনসার কমান্ডার খলিল ম-লের গলায় জড়ানো মাফলার টেনে শ্বাসরোধে তাকে হত্যা করে। এজেন্টরাও লাঙ্গলে ভোট দেননি! সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩১ ডিসেম্বর ॥ ময়মনসিংহ-৯ আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাপার সভাপতি হাসনাত মাহমুদ তালহা নির্বাচন করেন। ভোটের ফলাফলে দেখা গেছে তিনি এই আসন থেকে মোট ২৬৭টি ভোট পেয়েছেন। এখানে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার ৪০৪ জন। আর ১১৫টি কেন্দ্রের বিপরীতে বুথ ছিল ৭৭৭টি। প্রতিটি বুথে একজন করে পোলিং এজেন্ট দেয়ার নিয়ম রয়েছে। সেই হিসেবে জাপারও ৭শ’ ৭৭ জন এজেন্ট থাকার পরও তার ২৬৭ ভোট পাওয়ায় ভোটারদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি এজেন্টরা লাঙ্গল প্রতীকে ভোট দেননি।
×