ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

প্রকাশিত: ০৪:৪৫, ১ জানুয়ারি ২০১৯

গাজীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরের কাওরাইদে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০জন আহত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থক স্থানীয় হারুন ফকিরের নেতৃত্বে সোমবার দুপুরের দিকে একদল যুবক কাওরাইদ বাজার এলকায় মহড়া দেয়। এ সময় তারা কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। এরপর তারা বাজারের জাহিদ হোসেনের চায়ের দোকানে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বড়ভাই সুলতান উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে ছাত্রলীগ নেতা রনির সঙ্গে হামলাকারীদের বাগ্বিত-া হয়। একপর্যায়ে যুবকদের হামলায় ও মারধরে যুবলীগ নেতা নুরে আলমসহ ১০ নেতাকর্মী আহত হয়।
×