ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে আফিল ও রণজিতের হ্যাটট্রিক জয়

প্রকাশিত: ০৪:৪৩, ১ জানুয়ারি ২০১৯

যশোরে আফিল ও রণজিতের হ্যাটট্রিক জয়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ টানা তৃতীয় জয় পেলেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও যশোর-৪ আসনে রণজিত কুমার রায়। একাদশ সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো তারা নির্বাচিত হয়েছেন। দুজনের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জানা যায়, যশোর-১ (শার্শা) আসনে দুই লাখ ৯ হাজার তিন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন চার হাজার ৮শ’ দুই ভোট। এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দীন ৯৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আজিজুর রহমান ৮৮ হাজার ৭০০ ভোট পান। সর্বশেষ ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এদিকে, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে দুই লাখ ৭১ হাজার ৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিএস আইয়ুব পেয়েছেন ২৫ হাজার ৯১৯ ভোট। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে রণজিত কুমার রায় নৌকা মার্কায় ১ লাখ ২ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ধানের শীষ মার্কায় ৯৭ হাজার ৫২০ ভোট পান। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে রণজিৎ কুমার রায় ৭৭ হাজার ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) শেখ আবদুল ওহাব ৩৫ হাজার ৮৬০ ভোট পান। পটিয়ায় সামশুল হক নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরী হ্যাটট্রিক বিজয় করেছেন। রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ার দুইবারের এমপি সামশুল হক চৌধুরী তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রাতে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৭৯ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের এনামুল হক এনাম পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮। ভোটের দিন সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও পরবর্তীতে কিছু কিছু ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। পটিয়া থেকে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে অন্যরা ভোট পেয়েছেন- স্বতন্ত্র প্রার্থী আবু তালেব হেলালী (সিংহ) ১০৩৪, এমএ মতিন (মোমবাতি) পেয়েছে ৭২২৬, দীপক কুমার পালিত (টেলিভিশন) ৭৭, দেলোয়ার হোসেন সাখী (হাতপাখা) ৪২২, নুরুচ্ছফা সরকার (লাঙ্গল) ২২০, মঈন উদ্দীন চৌধুরী (চেয়ার) ৪২১, সাইফুদ্দীন মোঃ ইউনুচ (মই) ১৯৫ ভোট পেয়েছেন। পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ লাখ ৮৩ হাজার ৬৭৭ ভোটের মধ্যে বৈধ ভোট হিসেবে গণনা করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৩৮। ভোট গণনা শেষে রাতে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ছাঈদ কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগের সামশুল হক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ার আওয়ামী লীগের মধ্যে কোন কোন্দল নেই। দলের সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজ এগিয়ে নিবেন। গত ১০ বছরে পটিয়া উপজেলা ও পৌর এলাকায় দুই হাজার কোটি টাকার চেয়েও উন্নয়ন কাজ করেছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখা হবে।
×