ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত দুই ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:৪২, ১ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত দুই ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে বজলু মিয়া ও রাফিজা বেগম। সোমবার বিকেলে উপজেলার গোয়ালনগর ইউপির রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এ গ্রামের জাহাঙ্গীর মিয়া ও মেরাজ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সোমবার বিকেলে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিতে কাজ করার সময় রামপুর গ্রামের বজলু মিয়াকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একই গ্রামের দরবেশ মিয়ার মেয়ে রাফিজা (৩৫) উপর হামলা চালালে সে নিহত হয়। দু’পক্ষের সংর্ঘষে ১০ জন আহত হয়েছে। আহত হিরন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পৃথক স্থানে দুই পক্ষের সংঘর্ষ, হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার খৈসার ও গুতিয়াবো এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। জানা গেছে, উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার এলাকার সাবেক ইউপি সদস্য আবুল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। এ মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেনের সঙ্গে একই এলাকার গোলজার হোসেনের বিরোধ রয়েছে। রাত ৭টার দিকে খৈসাইর এবিবিএস ব্রিক ফিল্ডের সামনে তারা দুই পক্ষই ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাহফুজুর রহমান আকাশ, রায়হান, ইউসুফ, নজরুল ইসলাম, সিফাত, আসাদ, শাওনসহ ১০ জন আহত হন। এসময় উভয় পক্ষের লোকজন এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে রায়হানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রূপগঞ্জ ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকার সাবেক ইউপি সদস্য মিয়াজদ্দিনের সঙ্গে একই এলাকার আলমাছ ওরফে আছলামদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৬টার দিকে আলমাছ ওরফে আছলাম, আবদুস সামাদ, রাসেলসহ ১২ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিয়াজউদ্দিনের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মিয়াজউদ্দিনের বড় ভাই মন্তাজউদ্দিন, সাহাবুদ্দিন, লিপি আক্তার, রিফাত, আবুকে এলোপাতাড়িভাবে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এদের মধ্যে লিপি আক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে, বাকিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আশুলিয়ায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের নাম আবদুল খালেক (৬০)। তিনি ওই এলাকার মৃত আলাউদ্দিন সরকারের ছেলে। জানা গেছে, খালেক পরিবার নিয়ে রাজধানীর ঢাকার মিরপুরে বসবাস করতেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রবিবার নিজ বাড়িতে আসেন। তিনি রাতে কক্ষে একাই ছিলেন। সকালে তার ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভিতরে প্রবেশ করে আবদুল খালেককে মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বাবার মৃত্যুর খবর পেয়ে নিহতের ছেলে ডাঃ অনিক সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছলেও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানায় পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবদুল খালেকের ভাতিজি জামাই আবু তাহেরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃদ্ধ খালেকের মৃত্যুর পর থেকে তাহের পলাতক রয়েছে।
×