ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থ্রি জি ও ফোরজি ইন্টারনেট এখনও বন্ধ

প্রকাশিত: ০৪:৪০, ১ জানুয়ারি ২০১৯

থ্রি জি ও ফোরজি ইন্টারনেট এখনও বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ভোটগ্রহণকে কেন্দ্র করে বিটিআরসি মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেয়। ওই নির্দেশের পর মোবাইল অপারেটররা ২৭ ঘণ্টার বেশি সময় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে। পরে রবিবার সন্ধ্যায় আবার কয়েক ঘণ্টার জন্য ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কিন্তু বিটিআরসি ওই রাতেই আবার ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেয় আপারেটরদের। সেই থেকে সোমবার সারাদিন মোবাইল থ্রি জি ও ফোর জি ইন্টারনেট বন্ধ রয়েছে। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্র ইন্টারনেট চালু করে দেবে বিটিআরসির কারিগরি বিভাগ। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সারাদেশে ফোর জি ও থ্রি জি ইন্টারনেট বন্ধ থাকবে।
×