ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে ঢাবি ভিসিসহ ১ হাজার ১০৩ শিক্ষকের অভিনন্দন

প্রকাশিত: ০৪:৩৮, ১ জানুয়ারি ২০১৯

শেখ হাসিনাকে ঢাবি ভিসিসহ ১ হাজার ১০৩ শিক্ষকের অভিনন্দন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ায় দলের সভানেত্রী শেখ হাসিনা ও তার সহকর্মীবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১ হাজার ১০৩ জন শিক্ষক। মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেয়ায় বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে এই জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকে জানাই অকৃত্রিম ধন্যবাদ ও অভিবাদন। এই বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরও বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদের পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০ জন শিক্ষক এই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
×