ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট চেয়েছিল ‘ডেথ প্লেয়িং ফিল্ড’

প্রকাশিত: ০৪:২৫, ১ জানুয়ারি ২০১৯

ঐক্যফ্রন্ট চেয়েছিল ‘ডেথ প্লেয়িং ফিল্ড’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ১৬টি আসনের সবকটিতেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছে মহাজোট। ফলে আওয়ামী লীগ শিবিরে ব্যাপক আনন্দ। তবে সেই আনন্দের বিস্ফোরণ ঘটেনি কোথাও। বরং প্রার্থীরা সমর্থকদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাতের বেলায় খ- খ- কিছু বিজয় মিছিল দেখা গেলেও আওয়ামী লীগ থেকে এ ধরনের কোন কর্মসূচী ঘোষিত হয়নি। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি প্রকৃতপক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির নামে ‘ডেথ প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে চেয়েছিল। নির্বাচনকে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। সোমবার চট্টগ্রাম নগরীর কেসি দে এলাকার রোড এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নওফেল বলেন, বিএনপি শুরু থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ফ্রন্টের শরিক কিছু রাজনৈতিক দল ইচ্ছে করেই নির্বাচনী প্রচার থেকে নিজেদের বিরত রেখেছে। অভিযোগ করেছে, প্রচারে বাধা দেয়ার।
×