ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন সরকার দেশকে কতদূর নিয়ে যায় অপেক্ষায় মানুষ

প্রকাশিত: ০৪:২৩, ১ জানুয়ারি ২০১৯

নতুন সরকার দেশকে কতদূর নিয়ে যায় অপেক্ষায় মানুষ

সমুদ্র হক ॥ চাপা গুঞ্জন ছিল- কী হয় কী হয়! নগরী-মহানগরীর জন¯্রােতের চাঞ্চল্যে ভাটাও পড়েছিল কিছুটা। দ্বিমুখী চওড়া সড়কের জনচলাচল ছিল শুধু ভোটারদের। মাঝে মধ্যে ইঞ্জিন ও ব্যাটারিচালিত রিক্সাগুলো উড়ে যাওয়া গতির মতো চলছিল। শোরগোলের নগরী সুনসান। স্বাভাবিক কথা বললেও অন্তত একশ’ মিটার দূরে শোনা যাচ্ছিল। সকালের ঘন কুয়াশা কেটে গিয়ে মধ্য পৌষে দুপুরের রোদ ছিল মিষ্টি। শীতার্ত মানুষ ওম পেয়েছিল। যার রেশ ধরে গোধূলীর হলদেটে আভায় তন্দ্রাচ্ছন্ন নগরী জেগে উঠতে শুরু করে। তখন পথে ঘাটে বাসাবাড়িতে একই কথা- ইলেকশনের কি খবর! সাধারণ মানুষ ভোটের ক্ষমতা প্রয়োগ করে কোন দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিল! রাতের নিস্তব্ধতা ভাঙতে থাকে নির্বাচনী খবরগুলোতে। নগরীর বাসাবাড়ির টিভি সচল হওয়ার শব্দ রাস্তা থেকেও শোনা যাচ্ছিল। টিভি সিরিয়ালের আসক্তির দর্শকরাও ইলেকশনের ফল জানতে চোখ রাখেন টিভির পর্দায়। কোন চ্যানেল বিজ্ঞাপন বিরতি দিলে রিমোটের বোতাম পাল্টে চোখ আরেক চ্যানেলে। ফল জানার পর সেল ফোনগুলোতেও শুরু হয় সেল টকশো। মধ্য রাতের পর এই অবস্থার বিরতি ঘটে ঘুমের আমন্ত্রণে। খ্রিস্টীয় বছরের শেষ দিনের (সোমবার) সুন্দর সকালটি নতুন বছরের ফাইন মর্নিংয়ের ওয়েলকাম টিউনে বাজতে থাকে দিনভর। যে সুর কখনও ক্লাসিক্যাল, কখনও ত্রিতাল, কখনও চটকা, কখনও কাহারবা, কখনও ঝুমুর, কখনও রাগভৈরবি .... হাজার রকম মানুষের লাখো রকম কথা। কেমন হলো নির্বাচন! এরপর কি! আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দেশকে আরও কতদূর এগিয়ে নেয় তা দেখার আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবে দেশের মানুষ। নির্বাচনের আগের সময়টায় এক ধরনের কথা। কে এমপি হবেন! কার কত ভোট! এলাকায় কার জনপ্রিয়তা কত! সাধারণ মানুষের ঢল কোন দিকে! কোন নেতা কোন দলের জন্য কতটা নির্ভরযোগ্য। ইত্যাদি কতই যে কথা। টিভির টকশোগুলো অনেকটাই প্রশ্ন-উত্তরভিত্তিক। সাধারণের মাঠের টকশো লাগামছাড়া। একজন কোন কথা শুরু করলে ব্যস হয়ে গেল। তর্ক-বিতর্কের শাখা-প্রশাখা যে কতদূর গড়ায় তা দেখা ও শোনার মতো। সবচেয়ে মজার বিষয়, এমন আলোচনা শুরু হয় দুইজনের মধ্যে। তারপর সংযুক্ত হতে থাকে এই দুই-তিন করে কয়েকজনে। পেঁকে যায় জটলা। এর কোন সময়সীমা নেই। নির্দিষ্ট অধিবেশন নেই। দিন গড়িয়ে যায়। এক প্রান্তের এক জটলা থেকে আরেক প্রান্তের জটলা। নগরীর কেন্দ্রস্থল, মার্কেট, পাড়া-মহল্লায় এমন জটলায় সোমবার দিনভর আলোচনার বিষয় ছিল ‘পোস্ট ইলেকশন’। যার মূল কথা- শেখ হাসিনাই পারেন আধুনিক বাংলাদেশ গড়তে। যে আধুনিক বাংলাদেশ দিয়ে যাবেন প্রজন্মের তারুণ্যের হাতে। সূত্রপাত হয় এভাবে- আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় এলো। গত শতকের প্রথম দশকের শেষ দিকে দ্বিতীয় দফায় (২০০৮) আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসে। তখন ছিল দিন বদলের অঙ্গীকার। ক্ষমতায় আসার পরই দিন বদলে যেতে থাকে। উন্নয়নের ধারা শুরু হয়। প্রযুক্তির সঙ্গে উন্নয়ন সমান্তরাল চলতে থাকে। দ্বিতীয় শতকের মধ্যভাগে (২০১৪) উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আলোকিত দেশ গড়তে পুনরায় তৃতীয়বার ক্ষমতায় আসে মহাজোট।
×