ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয়ীকে শুভেচ্ছা জানাতে নৌকা আদলের ফুলের তোড়া কেনার হিড়িক

প্রকাশিত: ০৪:২৩, ১ জানুয়ারি ২০১৯

বিজয়ীকে শুভেচ্ছা জানাতে নৌকা আদলের ফুলের তোড়া কেনার হিড়িক

ওয়াজেদ হীরা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। ২৯৮ আসনের মধ্যে ২৫৯ আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন দল। বিশাল এ জয়ের পর বিজয়ীদের শুভেচ্ছা জানানোর হিড়িক পড়েছে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আর শুভেচ্ছা জানানোর জন্য সবাই ছুটছেন ফুলের দোকানে। যেখানে বিক্রি হচ্ছে নানা ধরনের ফুলের তোড়া। বিক্রেতাদের মতে, অন্যান্য তোড়ার চেয়ে বিজয়ী দলের প্রতীক নৌকার আদলে ফুলের তোড়াই বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা আসছেন, পছন্দের তোড়া নিয়ে ছুটছেন বিজয়ী প্রার্থীর কাছে। সোমবার সারাদিন শাহবাগের ফুলের দোকানগুলোয় নৌকার আদলের তোড়াসহ মালা বিক্রি হচ্ছে বেশি। একাধিক দোকানদার জানান, কেউ কেউ ফোনে আগেই অর্ডার দিয়ে রেখেছিলেন আবার কেউ এসে অপেক্ষা করে তোড়া তৈরির পর তা নিয়ে যাচ্ছেন। বছরের শেষ দিনে জমজমাট ফুল বিক্রিতে বেশ খুশি বিক্রেতারা। সোমবার দুপুরে শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় নৌকাসদৃশ ফুলের তোড়া বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নৌকার সাইজ এবং ফুলের ওপর নির্ভর করছে দাম। কেউ শুধু গোলাপ দিয়ে নৌকার আদলে তোড়া তৈরি করে নিচ্ছেন। আবার কেউবা গোলাপের সঙ্গে গাঁদা ফুল দিচ্ছেন, সঙ্গে অন্য ফুলও জুড়ে দেয়া হচ্ছে। ফুল কিনতে আসা সাংস্কৃতিক কর্মী জুলহাস উদ্দিন বলেন, ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থীর বিজয়ে আমাদের সংগঠনের সবাই শুভেচ্ছা জানাতে যাবে। এজন্য ফুল নিতে এলাম। ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ প্রার্থীর জন্য ফুল নিতে আসা ছাত্রলীগ কর্মী ইমরান বলেন, এই বিজয়ে আমরা অনেক খুশি। ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ আমাদের একটা গ্রুপ যাবে। বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে ফুল কেনার তালিকায় দলীয় নেতা কর্মীদের বাইরে সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠানও ছিল। এছাড়াও সরকারী প্রতিষ্ঠানে সিবিএ নেতাদের ভিড়ও ছিল একটু বেশি। শাহবাগের নিউ কনকচাঁপা পুষ্প কেন্দ্র, মাধবী পুষ্প কুঞ্জ, ভাইবোন পুষ্প বিতান, শান্তা পুষ্প বিতানসহ অন্যান্য দোকান ঘুরে দেখা গেল দোকান কর্মীর দারুণ ব্যস্ততা। ভ্যালেন্টাইন পুষ্পবিতানের আব্দুল আজিজ জানান, নির্বাচনের পর কেনাকাটা হচ্ছে বেশ। অন্য দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেল, ভালবাসা দিসবের মতোই ব্যস্ততা। দোকানিরা বলেন, নির্বাচনের সঙ্গে মঙ্গলবার ইংরেজী নতুন বছর শুরু হচ্ছে সে কারণেও অনেক চাপ বেশি। দোকানে দোকানে তৈরি করে রাখা হয়েছে নানা ধরনের তোড়া। কারো বেশি তাড়া থাকলে তৈরি তোড়া নিয়েই চলে যাচ্ছেন। আর যাদের একটু সময় আছে তারা অপেক্ষা করে তৈরি করে নিয়ে যাচ্ছেন নেতার বাসায় ফুলের শুভেচ্ছা জানাতে। উল্লেখ্য, রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবে ২৫৯ আসন এবং মহাজোটগতভাবে ২৮৮ আসনে জয়ী হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি পাঁচ আর গণফোরাম দুটি আসনে জিতেছে।
×