ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শফিউল আলম পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:২১, ১ জানুয়ারি ২০১৯

শফিউল আলম পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

শফিউল আলম খান চৌধুরী পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৩ (তিন) বছরের জন্য পুনর্নিয়োগ প্রাপ্ত হয়েছেন। তিনি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের পূর্বে শফিউল আলম খান চৌধুরী একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক মনোনীত হয়ে সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। Ñবিজ্ঞপ্তি ইউনাইটেড পাওয়ারের বাজার মূলধন বেড়েছে ৯২ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পনি ইউনাইটেড পাওয়ার দেশের পুঁজিবাজারে মূলধন বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৯২.০৬ শতাংশ বা ৬ হাজার ৫৭২ কোটি টাকা। সূত্র জানায়, ২০১৭ সালে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ৩৫৫ কোটি টাকা। ২০১৮ সালের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২৭ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে এর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৫৭২ কোটি টাকা।
×